বাঙালির প্রিয় পুরীতে বাংলার গেস্ট হাউস! নিজে জমি দেখলেন মমতা, বললেন ‘পছন্দ হুন্তি’

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার প্রতিবেশী রাজ্য ওড়িশা সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনদিনের কর্মসূচী তার। বুধবার সকালে পুরীতে (Puri) পৌঁছন তৃণমূল সুপ্রিমো। এদিন জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার আগে রাজ্য সরকারের গেস্ট হাউস নির্মাণের জন্য নিউ পুরীতে জমি (Plot) দেখেন মমতা। সেখানে জমি দেখে বেজায় উচ্ছাসিত মুখ্যমন্ত্রী।

পুরীতে জমি দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খুশি আছুন্তি। জমি দেখুন্তি, পছন্দ হুন্তি। কাল নবীনজিকে সাথ মিলুন্তি’। মুখ্যমন্ত্রী আরও বলেন, “অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল পুরীতে রাজ্য সরকারের একটা নিবাস বানানোর। এবার সে সেটা পূর্ণতা পেতে চলেছে। ”

এ রাজ্যে বাঙালির সৈকত ভ্রমণের প্রিয় ঠিকানা পুরী। পাশাপাশি পুরীর জগন্নাথ মন্দিরের আকর্ষণে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভীড় জমান সেই রাজ্যে। এবার সেই পুরীতেই গেস্ট হাউস তৈরি করতে চলেছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই ওড়িশা সফরে দ্বিতীয় দিন জগন্নাথ দর্শনের আগেই জমি দেখে ফেললেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, পূর্বেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকার তরফে পুরীতে একটি বঙ্গভবন বানানো হবে। সেই লক্ষ্যেই এদিন নিউ পুরীতে জমি দেখেন তৃণমূল সুপ্রিমো। এদিন জমি দেখার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যসচিব। তবে মমতা জানান জমি পরিমানের হিসেব ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করবেন।

mamata

জানা গিয়েছে, একবার ওড়িশা সরকার তরফে জমি পাওয়ার বিষয়ে সিলমোহর পড়লেই পুরীতে রাজ্য সরকারের বাড়ি নির্মাণ শুরু হয়ে যাবে। প্রসঙ্গত, শুধু পুরীতেই নয়, মুম্বইতেও একটি বঙ্গভবন তৈরির পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। একথা আগেই জানিয়েছেন তিনি। জমি দেওয়ার বিষয়ে সেইসময় মুখ্যমন্ত্রীকে অঙ্গীকার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর