বাংলা হান্ট ডেস্কঃ রাজনৈতিক যুদ্ধের আগে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। সোমবার বিকেল সাড়ে চারটেয় ভার্চুয়াল বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা এবং রাজ্যসভার সমস্ত তৃণমূল সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মূলত সংসদের আসন্ন অধিবেশনে কোন কোন ইস্যুতে সরকারকে চেপে ধরা হবে, তার একটি স্পষ্ট কৌশল ঠিক করবেন দলনেত্রী।
ভোটার তালিকা ইস্যুতে তুঙ্গে উত্তাপ, প্রস্তুতি নিচ্ছেন মমতা (Mamata Banerjee)
আগামী বছর দেশের একাধিক রাজ্যে বিধানসভা ভোট। বিহারের পাশাপাশি বাংলা-সহ অন্যান্য রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করছে নির্বাচন কমিশন, এমন জল্পনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ভোটের আগে ‘SIR’ অর্থাৎ Special Intensive Revision নিয়ে বিরোধী দলগুলির মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মমতার (Mamata Banerjee) এই বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
৫ অগাস্ট বৃহৎ দলীয় বৈঠক, হাজির থাকবেন ৯ হাজার নেতা!
মমতার (Mamata Banerjee) বৈঠকের পাশাপাশি, ৫ অগাস্ট আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিকেল ৪টেয় শুরু হওয়া এই ভার্চুয়াল বৈঠকে দলের সমস্ত জেলা সভাপতি, বিধায়ক, সাংসদ, পুরপ্রশাসনের কর্তা, পঞ্চায়েত নেতৃবৃন্দকে থাকতে বলা হয়েছে। দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের এই বৈঠকে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রায় ৯ হাজার নেতা-নেত্রীকে একত্রে বার্তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কিভাবে তালিকায় নাম এল অস্তিত্বহীন ভোটারদের? দুই কেন্দ্রের ERO-কে তলব কমিশনের
অন্যদিকে, আগামী ৭ অগাস্ট INDIA ব্লক-এর বৈঠক ও নৈশভোজ হতে চলেছে দিল্লিতে। সেখানে বিরোধী জোটের রণকৌশল স্থির করা হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। রাহুল গান্ধীর বাসভবনেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল। ভোটার তালিকা রিভিশন এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই ডাকা হয়েছে এই বৈঠক।