SIR বিতর্কে তুঙ্গে উত্তেজনা, মোদীকে ‘কোণঠাসা’ করতে আজ সাংসদদের বিশেষ বার্তা দেবেন মমতা

Published on:

Published on:

Mamata Banerjee to meet TMC MPs over voter list issue

বাংলা হান্ট ডেস্কঃ সংসদে চলছে বাদল অধিবেশন। এই অধিবেশনে সরকারের উপর একের পর এক ইস্যুতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা। ‘অপারেশন সিঁদুর’, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, কেন্দ্রের বঞ্চনা, এই সব ইস্যুকে সামনে রেখে মোদী সরকারকে কোণঠাসা করতে রণকৌশল স্থির করছে তৃণমূল। ঠিক সেই কারণে সোমবার বিকেলে দলের সমস্ত সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংসদে দল কীভাবে লড়বে, কী ইস্যুতে গলা তুলবে, সে বিষয়ে হবে পরিষ্কার নির্দেশ।

SIR ইস্যুতে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

সোমবার বিকেল সাড়ে ৪টেয় তৃণমূলের (Trinamool Congress) রাজ্যসভা ও লোকসভার সমস্ত সাংসদকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বৈঠকে মূলত কেন্দ্র সরকারের বিরুদ্ধে দলকে কীভাবে পদক্ষেপ নিতে হবে তার রূপরেখা তৈরি হবে। বিশেষ করে, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার অভিযোগকে সামনে রেখে মোদী সরকারকে বিঁধতে চায় তৃণমূল।

SIR ইস্যুতে বিরোধীরা ইতিমধ্যেই ক্ষুব্ধ। তাঁদের দাবি, ইচ্ছাকৃতভাবে আসল ভোটারদের নাম বাদ দিয়ে নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করছে কেন্দ্র। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগামী সপ্তাহেই ঘেরাও কর্মসূচি নিয়েছে বিরোধী ‘INDIA’ জোট। তাতে তৃণমূলও থাকছে এবং সংসদে এই ইস্যুতে গলা তুলবে তৃণমূল সাংসদরা। এই আন্দোলনের প্রস্তুতি হিসেবেই সোমবারের বৈঠক।

এছাড়াও, সংসদে ও রাজ্যে তৃণমূল একাধিক বিষয়ে সরব হয়েছে, বাংলাভাষীদের উপর অত্যাচার, পরিযায়ী শ্রমিক নিগ্রহ, আর্থিক বঞ্চনা এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও সংস্কৃতির উপর আঘাত। এই সব ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজকের বৈঠকে স্পষ্ট বার্তা দিতে পারেন, কীভাবে দলীয় সাংসদরা এই বিষয়গুলি সংসদে তুলবেন এবং অন্যান্য বিরোধী দলের সঙ্গে যৌথ কৌশলে এগোবেন।

Mamata Banerjee to meet TMC MPs over voter list issue

আরও পড়ুনঃ SIR নিয়ে রাজ্য বনাম কেন্দ্র! মমতার বৈঠকের দিনেই বাংলার বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করবেন শাহ

সোমবারের এই বৈঠক একদিকে যেমন চলতি বাদল অধিবেশনের রাজনৈতিক কৌশল নির্ধারণ করবে, তেমনই কেন্দ্র বিরোধী আন্দোলনের একটি বড় ভূমিকা নিতে পারে। তৃণমূল স্পষ্টতই চাইছে ভোটার তালিকা ইস্যু হোক বা বাংলা ভাষার উপর আক্রমণ, সমস্ত বিষয়ে কেন্দ্রকে কড়া বার্তা দিতে। এখন দেখার, তৃণমূলের সাংসদরা মমতার (Mamata Banerjee) রণকৌশল মেনে সংসদে কীভাবে সরব হন এবং কেন্দ্রের চাপ বাড়াতে কতটা কার্যকর ভূমিকা নেন।