‘দেশকে লুটে নিচ্ছে মোদী সরকার’, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির ইস্যুতে খড়্গহস্ত মমতা

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার মধ্যরাতে এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে বাড়ির রান্নার এলপিজি সিলিণ্ডারের দাম। আর সাত সক্কালে এই খবর পাওয়ার পর থেকেই মাথায় হাত আম আদমির। এবার থেকে ১৪.২ কেজির প্রতিটি এলপিজি সিলিণ্ডার পিছু কলকাতায় গুনতে হবে ১ হাজার ২৬ টাকা। গ্যাসের এই মূল্যবৃদ্ধির পর কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। এবার এই ইস্যুতেই সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার একটি ট্যুইট করে জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই ট্যুইটে তিনি লেখেন, ‘অবিলম্বে দেশের মানুষের উপর উপর অত্যাচার চালানো বন্ধ করতে হবে কেন্দ্র সরকারকে। বারবার পেট্রোল, ডিজেলের মতন জ্বালানির দাম, এলপিজি সিলিণ্ডারের দাম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেশ এবং দেশের মানুষকে লুঠ করছে এই সরকার। দেশের মানুষকে বোকা বানানো হচ্ছে।’

শুধু সরকারকে আক্রমণ করেই থেকে থাকেননি মমতা। সংবাদমাধ্যমকেও একহাত নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ‘এহেন পরিস্থিতিতেও চোখে ঠুলি পরে মুখ বুজে বসে আছে সংবাদমাধ্যমগুলি। এভাবে দিনের পর দিন চুপ করে থাকা সত্যিই দুঃখজনক।’

প্রসঙ্গত, ইউক্রেনের উপর রুশ আক্রমণের পর থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু হয়ে দাঁড়ায় ১০০ ডলার। এরপর ভারতের ৫ রাজ্যে বিধানসভা ভোট মেটার পরই ২২ মার্চ থেকে লাফিয়ে বাড়তে থাকে পেট্রোল ডিজেলের দামও। কিন্তু মাঝে দিন কয়েক থমকে রয়েছে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি। কিন্তু তাতেও স্বস্তির নিশ্বাস নেওয়ার জো কোথায় সাধারণ মানুষের! মূল্যবৃদ্ধির আগুন এবার দাউদাউ করেই লাগল আম আদমির হেঁসেলে। এদিনের এই মূল্যবৃদ্ধির পর স্বভাবতই দুঃশ্চিতার ভাঁজ মানুষের কপালে।

উল্লেখ্য, এরই মধ্যে গত ১ মে সিলিন্ডার পিছু ১০৩ টাকা বাড়ানো হয়েছে বাণিজ্যিক সিলিণ্ডারের দাম। গত বছর নভেম্বর ডিসেম্বর মাস নাগাদও বাড়ানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। অক্টোবর ২০২১ থেকে ১ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে এই সিলিন্ডার গুলির দাম বেড়েছে মোট ১৭০ টাকা। যদিও ফেব্রুয়ারি মাসে দাম কমে সিলিন্ডারের। এর আগে ১ মার্চ আবারও ১০৫ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক গ্যাসের। তারপর ২২ মার্চ দাম ৯ টাকা কমলেও ১ এপ্রিল একধাক্কায় লাফিয়ে তা বেড়ে যায় ২৫০ টাকা। ১ মে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির পর এক সপ্তাহের মধ্যেই চড়ল ঘরোয়া এলপিজি সিলিণ্ডারের দরও।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর