বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, CESC-কে দায়িত্ব নিতে ‘বাধ্য’ করলেন মমতা?

Published on:

Published on:

Mamata Banerjee urges CESC to compensate Kolkata electrocution victims

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা সোমবার রাতে বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যারা প্রাণ হারিয়েছে, তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি (CESC)। শুধু তাই নয়, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মৃত্যুর দায় নিতে হবে সিইএসসিকে, দাবি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন যে, কলকাতার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানোদের দায় নিতে হবে সিইএসসিকেই। তিনি দাবি জানিয়ে বলেন, নিহত পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে অথবা তাদের পরিবারেরকে ৫ লক্ষ টাকা করে দিতে হবে।

প্রসঙ্গত, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির ফলে শহরের একাধিক এলাকা প্লাবিত হয়। জলমগ্ন রাস্তাঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

মঙ্গলবার ভবানীপুরের ৭০ পল্লির শীতলা মন্দিরে দুর্গাপুজোর উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি সিইএসসিকেও স্পষ্টভাবে দায়িত্ব নিতে বলেছেন। তিনি বলেন, “এই মৃত্যুর দায় সিইএসসি-র। ওদের গাফিলতির জন্যই প্রাণ গেল এতগুলো। তাদেরও ক্ষতিপূরণ দিতে হবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “যদি সিইএসসি মৃতদের পরিবারের কাউকে চাকরি না দেয়, তাহলে রাজ্য সরকার সেই দায়িত্ব নেবে।”

কলকাতায় লাগাতার বৃষ্টিতে সৃষ্টি দুর্যোগ পরিস্থিতি প্রসঙ্গে বিশেষ বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “প্রকৃতি আমাদের হাতে নেই। কিন্তু বিশ বছর ধরে ফরাক্কা ব্যারেজ, কলকাতা বন্দর ড্রেজিং হয়নি। বিহার-ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল এসে পড়ে আমাদের এখানে। সবটাই আমাদের সামলাতে হয়।”

Mamata Banerjee urges CESC to compensate Kolkata electrocution victims

আরও পড়ুনঃ থিম ‘অপারেশন সিঁদুর’ উদ্বোধনে কলকাতায় অমিত শাহ, আর কি কি কর্মসূচি রয়েছে তাঁর?

এদিন সিইএসসি-র পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি জানান, “এখানে ব্যবসা করছে, আর পরিকাঠামোর আধুনিকীকরণ করছে রাজস্থানে! এখানে কাজ করছে না। কতবার বলেছি! বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে।” তবে তিনি উল্লেখ করেন, সিইএসসি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কারের সঙ্গে কথা হয়েছে। সংস্থাটি মৃতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা দেবে বলে জানিয়েছে।