শীতলকুচিতে মৃতের পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাতে নির্বাচন কমিশন কোচবিহারের ভূখণ্ডে বাইরের কোনও রাজনৈতিক নেতা-নেত্রীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ৭২ ঘণ্টা কোচবিহারে যাওয়া নিষিদ্ধ করেছিল। আর এরপরই রবিবার সকালে ভিডিও কলের মাধ্যমে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি সকালেই কার্যত চ্যালেঞ্জ জানিয়েই বলেছিলেন যে, আমি তিনদিন আটকে রাখলে, চতুর্থ দিনের দিন যাবই। আরেকদিকে, গতকাল বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেছিলেন যে, মমতার প্ররোচনাতেই শীতলকুচিতে এই কাণ্ড ঘটেছে। তিনি এও বলেছিলেন যে, মমতার বহু পুরনো স্বভাব লাশ নিয়ে রাজনীতি করার। আশাকরি তিনি এবার এই কাজ করবেন না।

আজ সকালে শীতলকুচির নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভিডিও কলের মাধ্যমে কথা বলে ঘোষণা করেন যে, নিহতদের পরিবারের দায়িত্ব সম্পূর্ণ তাঁর। আগামি ১৪ এপ্রিল তিনি শীতলকুচির নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে আশ্বাস দেন।

তৃণমূল নেত্রী আজ কমিশনের নির্দেশিকা নিয়ে ক্ষোভও উগরে দেন। তিনি বলেন, নিহদের মধ্যে একজনের স্ত্রী সন্তান সম্ভবা। গর্ভবতী মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমার যেটুকু আছে তাই দিয়ে সাহায্য করব।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর