স্কুটি চালাতে গিয়ে আর একটু হলেই পড়তেন মমতা ব্যানার্জী, ভাইরাল হলো ভিডিও

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির লড়াই তুঙ্গে পৌঁছে গেছে। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার গ্রুপ সর্বত্র বঙ্গ রাজনীতির আলোচনা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। একদিকে বিজেপি পার্টি জনগণের মন জয় করতে তৃণমূলের দোষ বের করতে লেগে পড়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও বিজেপির উপর রাজনৈতিক আক্রমন শুরু করেছে।

এই পরিপ্রেক্ষিত বৃহস্পতিবারদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির ইস্যুতে মাঠে নামতে দেখা গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক অভিনব পদ্ধতিতে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। মুখ্যমন্ত্রী নবান্ন যাওয়ার জন্য গাড়ির পরিবর্তে ইলেক্ট্রিক স্কুটি ব্যাবহার করেছিলেন।

e scooter mamata

ইলেক্ট্রিক স্কুটির সারথি ছিলেন ফিরহাদ হাকিম। পেছনে বসে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। স্কুটিতে চেপেই মমতা ব্যানার্জী নবান্ন পৌঁছান। এরপর বিকেলে মমতা ব্যানার্জী নিজে স্কুটি চালিয়ে বাড়ি ফিরে আসেন। তবে সেই সময় স্কুটি চালাতে গিয়ে নড়বড়িয়ে যান মমতা ব্যানার্জী।

স্কুটি চালাতে গিয়ে পড়তে পড়তে বাঁচেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। যদিও সুরক্ষাকর্মীরা থাকার জন্য উনি পড়ে যাননি। পড়ে যাওয়ার আগেই সুরক্ষাকর্মীরা উনাকে সামলে নেন। প্রসঙ্গত, দেশজুড়ে জ্বালানির দাম বৃদ্ধিতে ২০ আর ২১ ফেব্রুয়ারি পথে নেমেছিল তৃণমূল। স্বয়ং তৃণমূল নেত্রী দলের নেতা-কর্মীদের রাজ্য জুড়ে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছিলেন। এরপর জনতাকে স্বস্তি দিতে রাজ্যে তেলের দামে ১ টাকা করে সেস ছাড়ারও ঘোষণা করেছে রাজ্য সরকার। সামনেই বিধানসভার নির্বাচন, আর সেই নির্বাচনে এবার তেল, গ্যাসের দামে অস্বাভাবিক বৃদ্ধিকেই হাতিয়ার করতে চাইছেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত খবর