৫ মিনিটেই মাইক বন্ধ! রেগে আগুন মমতা, নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার সকাল থেকেই নীতি আয়োগের বৈঠকের দিকে নজর ছিল অনেকের। ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বৈঠক শুরু হওয়ার ঘণ্টা দুয়েকের মাথায় ওয়াক আউট করলেন তিনি। বাইরে এসে একরাশ ক্ষোভ উগড়ে দেন তৃণমূল নেত্রী।

নীতি আয়োগের বৈঠকে মমতাকে (Mamata Banerjee) ‘অপমান’!

বাজেটে বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করা হয়েছে, এই অভিযোগ তুলে ইন্ডিয়া জোটের ৭ জন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক (NITI Aayog Meeting) বয়কট করেছিলেন। যদিও মমতা জানিয়েছিলেন, তিনি এই বৈঠকে যোগ দেবেন। সেই অনুযায়ী, আজ সময় মতো রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন তিনি। তবে অভিযোগ, এদিন মমতা বক্তব্য শুরু করার পাঁচ মিনিটের মধ্যেই মাইক বন্ধ করে দেওয়া হয়।

   

বৈঠক থেকে ওয়াক আউট করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অন্য কয়েকজনকে কুড়ি মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমায় পাঁচ মিনিটও বক্তব্য রাখতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদস্বরূপ আমি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছি’।

আরও পড়ুনঃ হাফ বেলার পর সব অফিস ছুটি! শনিবার আচমকাই ঘোষণা মুখ্যমন্ত্রীর, হঠাৎ কী হল?

এহেন ‘অপমানে’র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ‘বিরোধীদের মধ্যে শুধুমাত্র আমি বৈঠকে উপস্থিত হয়েছিলাম। তবে আমায় বলতে দেওয়া হল না। আমি আরও কিছু কথা বলতে চেয়েছিলেন। তবে সেগুলো বলার আগেই মাইক বন্ধ করে আমায় অপমান করা হল’। এদিন তিনি জানিয়ে দেন, ‘আর কখনও এই বৈঠকে যোগ দেন না’।

Mamata Banerjee

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি বলেছিলাম, বাংলা এবং দেশের স্বার্থে আমি এসেছি। বিরোধীদের আর কেউ বৈঠকে আসেনি। বাজেটে আমাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। বাংলার উন্নয়নের সকল প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। বিরোধী শাসিত কোনও রাজ্যকে সুযোগ দেওয়া হচ্ছে না’। এদিন আবাস যোজনা, ১০০ দিনের কাজ সহ একগুচ্ছ প্রকল্পের বকেয়া টাকা নিয়েও বলেন মমতা। তাঁর কথায়, ‘আমরা ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই। এই বাজেটেও কিছু নেই, শূন্য’। মুখ্যমন্ত্রীর অভিযোগ, একথা বলার সঙ্গে সঙ্গেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর