মাথামোটা প্রধানমন্ত্রী ভারতবর্ষকে শেষ করে দিল, মমতা ব্যানার্জী আগেই সাবধান করেছিল: অনুব্রত মন্ডল

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। বর্তমানে এই পরিস্থিতি নিয়ে বীরভূম (Birbhum)জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) বলেন, ‘৫০ লাখ কোরোনা হবে ভারতে’।

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আজ, সোমবার বীরভূমের সিউড়ীর ২ নম্বর ব্লকের পুরন্দরপুর একটি বৈঠক করেন। যেখানে উপস্থিত ছিলেন তৃনমুলের কর্মী-সহ প্রধানরা। তিনি বৈঠকে বলেন, বীরভূমে ঘরেফেরা পরিযায়ীদের শ্রমিক বলতে নারাজ বীরভূম জেলা তৃণমুলের সভাপতি অনুব্রত মন্ডল। ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে,  জেলার ছেলে জেলায় ফিরেছে এটা বলা বেশী ভালো।’ বলে তিনি মনে করেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘ আগামী দিনে দেশে করোনা আক্রান্ত হবে ৫০ লক্ষ।

Anubrata1

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগেই বলেছিলেন কিছু পদক্ষেপ নিতে,  মোদি তা নেননি,  এখন মোদী বলছে পশ্চিমবঙ্গ আজ যা ভাবে দিল্লী ১ মাস পর তা ভাবে৷’ আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত সমস্ত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বেশ কিছু কর্মী যারা সামাজিক দূরত্ব মেনে আজকের এই বৈঠকে অংশগ্রহণ করেছিল। আজকের এই কর্মীসভায় অনুব্রত মণ্ডল অঞ্চল পিছু একজন করে পর্যটক নিয়োগ করলেন যারা বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের অসুবিধার খোঁজ নেবেন লকডাউন শুরু হবার পর প্রায় আড়াই মাস পর এত সংখ্যক কর্মী নিয়ে তৃণমূলের বৈঠক হলো তবে সবটাই হলো সামাজিক দূরত্ব মেনে,   প্রত্যেকেই মুখে পড়েছিলেন মাস্ক।

সম্পর্কিত খবর