‘বাংলায় নাম কাটলে দামামা বাজবে’, NRC নিয়ে কেন্দ্র ও কমিশনকে কড়া বার্তা মমতার

Published on:

Published on:

Mamata Banerjee Warns EC and central Over Voter List and NRC in Bengal

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে ভাষা আন্দোলনের মঞ্চ থেকেই কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বোলপুরের কর্মসূচিতে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে জানালেন, বাংলার মানুষের ভোটাধিকার নিয়ে ছেলেখেলা চলবে না। এনআরসি-র নামে যদি কারও নাম বাদ পড়ে, তাহলে রাস্তায় নামবে তৃণমূল।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “নাম বাদ পড়লে বাংলায় দামামা বাজবে, ছৌ নাচ হবে, ধামসা-মাদল, শঙ্খ, উলুধ্বনিতে মুখরিত হবে রাজ্য। আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি করতে দেব না। প্রয়োজনে জীবন দেব, তবুও বাঙালির ভাষা আর ঠিকানা কেড়ে নিতে দেব না।”

এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের দিকে সরাসরি সরাসরি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন এখন সরকারের হয়ে এনআরসির খেলায় নেমেছে। ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দিয়ে তাঁদের ঠিকানা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। কেন্দ্র ও কমিশনকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভাবছো ক্ষমতায় আছো বলে যা খুশি করবে? কিন্তু মনে রেখো, তোমাদের সরকার ২০২৯ অবধি চলবে না। জমিদারি ভাবনা ছাড়ো, দেশটা শুধু তোমাদের নয়, এটা মানুষের। হাত-পা বেঁধে দুটো প্লেনে তুলে তোমাদের লোককে গুজরাটে পাঠিয়ে দিল, কেউ প্রশ্ন করল না। বাংলার কেউ ছিল না, কারণ আমরা মাথা নিচু করি না।”

Mamata Banerjee Warns EC and central Over Voter List and NRC in Bengal

আরও পড়ুনঃ ভোটার লিস্টে আধারের জোর খাটে না? নির্বাচন কমিশনকে কড়া জবাব দিল সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে বাংলায় প্রায় দেড় কোটির বেশি হিন্দিভাষী পরিযায়ী শ্রমিক রয়েছেন। কিন্তু তাঁদের কখনও বাংলা ছাড়তে বলা হয়নি। কারণ বাংলা সকলকে আশ্রয় দেয়, বিভাজন করে না। তবে কেউ যদি বাংলার মানুষের ঠিকানা কেড়ে নিতে আসে, তাঁকে পিছু হঠতেই হবে।

শেষে মমতা (Mamata Banerjee) বলেন, বাংলার ভাষা, সংস্কৃতি ও পরিচয় আমাদের গর্ব ও অস্তিত্বের প্রতীক। কেউ যদি এ নিয়ে প্রশ্ন তোলে, তাহলে তীব্র প্রতিবাদ হবে।