‘সম্ভব হলে ডবল মাস্ক পরুন, গঙ্গাসাগর মেলা জিন্দাবাদ’, সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতার

বাংলাহান্ট ডেস্কঃ আউটট্রাম ঘাট থেকে সাগরমেলার সূচনা করে আদালতের বিধি মেনেই মেলা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। মুখ্যমন্ত্রী বললেন, ‘এবার বেশি হইহুল্লোড় করতে হবে না, বেশি বড় করে কিছু করতে হবে না। কোভিড বিধি মেনে, ছোট করে মন থেকে করুন যা করার করুন’।

বুধবার মুখ্যমন্ত্রী করোনার পাশাপাশি ওমিক্রনের প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ওমিক্রনের মত কোভিড আগে এতোটা ছড়ায়নি। এখন ঘরে ঘরে প্রতিটি পরিবারকে ছুঁয়ে যাচ্ছে ওমিক্রন। একটা গাড়িতে একজন করোনা আক্রান্ত থাকলে, সবার করোনা হতে পারে। বাইরে থেকে কেউ কোভিড নিয়ে এলে, তাঁকে আলাদা ভাবে রাখুন। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুরসভার কর্মী, পুলিশ, সাংবাদিক, মন্ত্রী-আমলারা সকলেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। প্রশাসনের কথা মেনে চলুন সকলে, মাস্ক তো পরবেনই, পারলে ডবল মাস্ক পরুন’।

Mamata today 1

গঙ্গাসাগর মেলা (gangasagar mela) কমিটির সদস্যদের ভিড় না করার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আদালতের বিধি মেনে চলুন, বেশি লোক একসঙ্গে পাঠাবেন না। আরটিপিসিআর ছাড়া কাউকে যেতে দেবেন না, আমাদের এটুকু করতেই হবে’। ‘গঙ্গাসাগর মেলা জিন্দাবাদ’ বলে নিজের বক্তৃতা শেষ করেন মুখ্যমন্ত্রী।

আবার স্বামীজীর বাড়ির বাইরে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করে, বাবুঘাট গিয়ে গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে পূর্ণ্যার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘RTPCR টেস্ট, কোভিড পরীক্ষা না করে মেলায় যাবেন না। প্রশাসনের কথা, আদালতের নির্দেশ মেনে চলুন সকলে। সচেতন ভাবে মেলায় যান। কমিটি আপনাদের পাশে আছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর