বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা ও এনআরসি ইস্যুতে ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে এক জনসভা থেকে রাজ্যবাসীকে সতর্ক করে তিনি বলেন, “না জেনে কোনও ফর্ম ফিলআপ করবেন না। ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যেতে পারে।”
ফর্ম ফিলাপে নাম কাটার আশঙ্কা, বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
সভা থেকে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হুঁশিয়ারি, কেন্দ্রীয় সরকারের এক গোপন পরিকল্পনা রয়েছে। নিয়ম বদলে দেওয়া হয়েছে। ফলে শুধু EPIC কার্ড থাকলেই হবে না, ভোটার লিস্টে নাম আছে কিনা, সেটা নতুন করে যাচাই করতে হবে। সেই ছুতোয় যদি কেউ তথ্য সংগ্রহ করতে আসে, তা হলে সাবধান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “না জেনে নিজের নাম, পরিচয়, ভাষা, ঠিকানা দিয়ে ফেলবেন না। তাহলে সব চলে যেতে পারে।”
NRC-র নামে ‘চক্রান্ত’, অভিযোগ মমতার (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দাবি, ভোটার তালিকার পরিবর্তন আসলে এক ধরনের ‘ব্যাকডোর এনআরসি’। তিনি বলেন, “ভোটার তালিকার ফর্ম ফিলাপে মানুষকে ভুল বুঝিয়ে নাম কেটে দিচ্ছে। এরপর এনআরসি নোটিস ধরিয়ে দেবে। কিন্তু বাংলায় আমরা তা মানব না।” তাঁর কথায়, “আমি না চাইলে আমার কাছ থেকে কেউ ক্ষমতা কেড়ে নিতে পারবে না।”
রাজ্যের বাইরে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা (Mamata Banerjee) বলেন, “বাংলায় কথা বললেই বাংলাদেশি, রোহিঙ্গা বলা হচ্ছে। এটা ভাষার উপর আক্রমণ।” তিনি আরও বলেন, “বাংলা ভাষা না থাকলে, জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা হয়েছে?” তাঁর দাবি, দেশের নানা রাজ্যে বাংলাভাষী প্রায় ২ হাজার মানুষের উপর নির্যাতন চলছে।
সরকারি কর্মীদের প্রতি বার্তা
নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি কর্মীরা মানুষের কাজ করেন। ভয় পাবেন না, আপনাদের রক্ষা করার দায়িত্ব আমার। ভোট করানোর নামে বাংলায় অত্যাচার চলবে না।”
আরও পড়ুনঃ ‘প্রকৃত বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক!’ কমিশন এখন বিজেপির এজেন্ট? বিস্ফোরক অভিযোগ অভিষেকের
ভোটার তালিকা সংশোধনের নামে রাজ্যে নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বাংলার ভাষা, সংস্কৃতি এবং নাগরিকত্ব নিয়ে কোনও ষড়যন্ত্র চললে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে রাজ্য সরকার। এদিন জনসাধারণকে নিজের পরিচয় সংরক্ষণে সতর্ক থাকার পরামর্শও দিলেন তিনি।