বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২৩ জুলাই (Recruitment Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। তারপর একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব।
গ্রেফতারির ঠিক পরেই পার্থকে দলের সমস্ত পদ থেকে মুছে ফেলে তৃণমূল। এখন তো তার নামেও অনীহা শাসকদলের। গতবছর মন্ত্রীর গ্রেফতারির পর ১৪ই আগস্ট ম্যান্টনের বিধায়ক কার্যালয়ের কাছে সভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেহালার সভাতেও গিয়েছিলেন মমতা। তবে ভুলেও মমতার মুখে শোনা যায়নি পার্থর নাম।
আগামীকাল আরেকটি ১৪ই অগাস্ট। এবারেও বেহালায় আসবেন মমতা। ওদিকে বর্তমানে পার্থকে নিয়ে বেজায় অস্বস্তিতে রয়েছে তৃণমূল। ইডি সূত্রে খবর মেলে, সম্প্রতি নিয়োগ দুর্নীতির শুনানিতে আদালতের সামনে মমতার বিরুদ্ধে ইঙ্গিত দিয়েছিলেন পার্থ। সেই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় রাজ্যে।
আরও পড়ুন: পার্থর জীবনে নেমে এল গভীর অন্ধকার! প্রাক্তন মন্ত্রীকে ‘অতীত’ করে জায়গা নিল ‘এই’ হেভিওয়েট
নিজেকে নির্দোষ দাবি করে সেদিন পার্থ বলেন,” SSC তার নিজস্ব নিয়ম অনুযায়ী চলে। মন্ত্রীর সুপারিশ করারও কোনও ক্ষমতা নেই, নিয়োগকর্তাও তিনি নন। বিভিন্ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মুখ্য়সচিবকে রিপোর্ট করেন, মুখ্যসচিব মুখ্যমন্ত্রীকে।”
আরও পড়ুন: পার্থর জীবনে নেমে এল গভীর অন্ধকার! প্রাক্তন মন্ত্রীকে ‘অতীত’ করে জায়গা নিল ‘এই’ হেভিওয়েট
যদিও গ্রেফতারির পরও সংবাদ মাধ্যমের সামনে সর্বদাই তিনি দল ও নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। তবে তাতে যে দলের স্বস্তি তেমনটা একেবারেই নয়। বরং অনেকের মতে, পার্থকে ঘিরে দলের অস্বস্তি ক্রমেই বাড়ছে। এবার পার্থহীন বেহালাতে গিয়ে পার্থর সম্পর্কে তিনি আদৌ কোনও মন্তব্য করবেন সেই নিয়েই জোর জল্পনা।