বাংলা হান্ট ডেস্কঃ আবারও মমতা ব্যানার্জীর বিরুদ্ধে সরব হলেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড এবং বর্তমানে বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায়। এবার বিজেপি নেতা মুকুল রায় দাবি করেন যে, আট কোটি টাকার চোর মমতা ব্যানার্জী এবার গ্রেফতার হবে। মুকুল রায়ের এই দাবির পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাংলার রাজনৈতিক মহলে। এখন সবার মুখে একটাই প্রশ্ন, তাহলে এবার কি সিবিআই এর নজরে পড়তে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী?
মুকুল রায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন, ৮ কোটি টাকা চুরি করেছেন।” মুকুল রায়কে এই নিয়ে প্রশ্ন করা হলে, উনি কোন মামলার কথা উল্লেখ করেন নি। প্রসঙ্গত, গত সপ্তাহে তৃণমূল এবং রাজ্য পুলিশের হামলা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর মাথা ফাটে। সেই ঘটনা নিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে আক্রমণ করে মুকুল রায় বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপরিকল্পিত চক্রান্ত। ওঁর নামে এফআইআর করা হবে।” একসময় মমতা ব্যানার্জীর ছায়া সঙ্গি ছিলেন মুকুল রায়। এরপর ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে, শেষে তিনি যোগ দেন বিজেপিতে। বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে শেষ করার সংকল্প নেন মুকুল রায়।
এরপর মুকুল রায়ের হাত ধরে একের পর এক তৃণমূলের নেতা/ নেত্রী/ কর্মী/ সমর্থক যোগ দিতে থাকেন বিজেপিতে। মুকুল রায়ের এহেন স্যার্জিক্যাল স্ট্রাইকে জেরবার হয়ে পড়ে বাংলার শাসক দল। শেষে নিজেদের নেতাদেরই হুমকি দিতে থাকে তৃণমূল। এরপর লোকসভার ভোটে বিজেপির উত্থান চমকে দেয় তৃণমূলকে। আর বিজেপির এই উত্থা রুখতে এবং ২০২১ এর আবারও বাংলার মসনদে বসতে অবশেষে ‘বিহারী বাবু” নিতিশ কুমারের সঙ্গি প্রশান্ত কিশোরকে মোটা টাকার চুক্তি করে রাজ্যে আনা হয়।