জোটের আগেই ভাঙন! দিল্লিতে ১৩ তারিখের বৈঠকে নেই মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিজেপি বিরোধী যে ঐক্য কয়েকদিন আগেই নজরে এসেছিল ঝাড়খন্ডে হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে, সেই চিত্র হঠাতই বদলে গেল! ১৩ জানুয়ারি রাজধানীর বুকে যে বিরোধীদের বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠকে থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee.pti 0

সিএএ-এনআরসি সহ একাধিক ইস্যুর বিরোধিতা করে ওই বৈঠকে অংশগ্রহণ করার কথা ছিল বিজেপি-বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের।  কিন্তু  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যোগ দিচ্ছেন না। আর এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে জোড় জল্পনা শুরু হয়েছে। যে ব্যক্তি এই মুহুর্তে বিরোধী জোটের মুখপাত্র বলা যায়, তিনিই বৈঠকে অনুপস্থিত থাকবেন, তা কি করে সম্ভব!

সূত্রের খবর, এনসিপি প্রধান শরদ পাওয়ারকে ফোনে জানিয়েছেন মমতা, ১৩ তারিখের বৈঠকে তিনি যোগ দিচ্ছেন না। বৃহস্পতিবার বিধানসভায় বিজনেজ অ্যাডভাইসরি কমিটির এক বৈঠকে সিএএ-এনআরসি প্রত্যাহার প্রস্তাব যৌথভাবে আনার দাবি জানায় সিপিএম এবং কংগ্রেস। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাম এবং কংগ্রেসের সেই দাবি মানতে রাজি হননি। তিনি বলেন, বিধানসভায় এখন অন্য কোনও আলোচনার সময় নেই।

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তব্য রাখতে উঠলে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী তাঁকে বলতে বাধা দেন । সুজন বলেন, ‘ আমরা সর্বসম্মতভাবে প্রস্তাব আনতে চেয়েছিলাম, আপনারা তাতে রাজি হলেন না’। এর প্রত্যুত্তরে মমতা বলেন, ‘বনধের নামে আপনারা গুণ্ডামি করেছেন, আপনাদের সঙ্গে কোনও আন্দোলন করা সম্ভব নয়, ১৩ তারিখের বৈঠকে আমি যাব না’। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে উত্তেজনা ছড়ায় বিধানসভা । বিভিন্ন মহলে এই বার্তা ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে চাপানউতোর তৈরি হয়েছে । তবে কি মমতার অনুপস্থিতিতেই ১৩ তারিখের বৈঠক সম্পন্ন হতে চলেছে?

সম্পর্কিত খবর