বাংলা হান্ট ডেস্কঃ গত বিজয়া দশমীতে জলপাইগুড়ির (Jalpaiguri) অন্তর্গত মালবাজারের (Malbazar) মাল নদীতে দুর্গা প্রতিমার বিসর্জন করার সময় আচমকাই হড়পা বান (Harpa Ban) আসায় জলের তীব্র গতিতে ভেসে গিয়ে প্রাণ হারান বহু মানুষ। এই ঘটনায় ইতিমধ্যেই শাসকদলের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি আর এর মাঝেই এবার উত্তরবঙ্গ (North Bengal) সফরের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে যোগদান করার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও সারবেন তিনি।
গত বিজয়া দশমীতে মাল নদীতে হড়পা বান আসার কারণে আট জন মানুষ প্রাণ হারান। একইসঙ্গে আহত হন আরো অনেকেই। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই আক্রমণ শানিয়েছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মতো বিরোধী দলগুলি। অপরদিকে, তাদের উদ্দেশ্যে কটাক্ষ জুড়ে দিয়েছে শাসক দল।
এর মাঝেই এবার বিজয়া সম্মিলনী এবং প্রশাসনিক বৈঠকে যোগদান করার উদ্দেশ্যে উত্তরবঙ্গ সফরে রওনা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মৃতদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, হড়পা বান কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়। যদিও তাতে মেটেনি বিতর্ক। উত্তরবঙ্গে দুর্ঘটনা মাঝে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল করা প্রসঙ্গে শাসকদলের উদ্দেশ্যে আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, আগামী ১৭ ই অক্টোবর উত্তরবঙ্গে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে সর্বপ্রথম মাল বাজারে যাবেন তিনি। পরবর্তীতে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন। একই সঙ্গে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার মাধ্যমে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে সকলে।