বাংলা হান্ট ডেস্ক : পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিকেল ৩:৫৫ মিনিট নাগাদ পুরী মন্দিরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা ১০ মিনিট তিনি ছিলেন পুরীর মন্দিরে। জানা যাচ্ছে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ‘মা-মাটি-মানুষ’ গোত্রে পুজো দেন মুখ্যমন্ত্রী।
এদিন পুরীর মন্দিরে ধ্বজা ওঠানো অনুষ্ঠানও দাঁড়িয়ে দেখেন মুখ্যমন্ত্রী৷ মমতা নিজেই জানান, ‘এদিন আমার তরফে ধ্বজা ওড়ানো হয়েছে। আমি পুজোও দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি আজ পুজো দিলাম৷ ধ্বজা আমাকে দেওয়া হয়েছে৷ বাংলার বহু মানুষ প্রতিবছর এখানে আসেন সমুদ্র দেখতে৷ উড়িষ্যার সাথে বাংলার দীর্ঘদিনের সম্পর্ক।’
জগন্নাথ মন্দির দর্শনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীতে বাংলার গেস্ট হাউসের জমিও পরিদর্শন করেন বলে খবর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পুরী বাঙালিদের কাছে সেকেন্ড হোম। প্রত্যেক বছর বহু বাঙালি পর্যটক এখানে বেড়াতে আসেন। কিন্তু, বাংলার কোনও গেস্ট হাউস এখানে ছিল না। আমি ধন্যবাদ জানাচ্ছি ওড়িশার মুখ্যমন্ত্রীকে তিনি এই জমি দিয়েছেন। এখানে বাংলার গেস্ট হাউস গড়ে উঠবে।’
বাঙালির প্রিয় পুরীতেও এবার তৈরি হচ্ছে বাংলার সরকারি গেস্ট হাউস (Puri Guest House)। সেই জমিই এদিন খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেখে আসেন এই গেস্ট হাউসের নকশা।
একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরীতে রাজ্যের গেস্ট হাউস (Puri Guest House) গড়ে তোলার পরিকল্পনা করার কথা রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের জানান।