বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পূর্বে প্রস্তাবিত বাজেটে কৃষকদের পাশে মমতা ব্যানার্জি (mamata banerjee)। বাড়ানো হল ‘কৃষকবন্ধু’ (krishak bandhu) প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমাণ। এবার থেকে আর ৫ হাজার টাকা নয়, ‘কৃষকবন্ধু’ প্রকল্পের খাতে কৃষকরা পাবেন ৬ হাজার টাকা, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।
গত বছর ২৫ শে ডিসেম্বর থেকে গোটা দেশে কেন্দ্রের ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্প চালু হলেও, বাংলায় তা চালু করতে দেয়নি রাজ্য সরকার। কেন্দ্রের এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল- আগে ওই টাকা রাজ্যকে দিতে হবে, তারপর রাজ্য সরকার তা কৃষকদের মধ্যে পৌঁছে দেবে। কিন্তু কেন্দ্র এই শর্তে রাজী না হওয়ায় বাংলার প্রায় ৭০ লক্ষ কৃষক কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হন।
বারবার কেন্দ্র সরকার অভিযোগ করেছে, বাংলার সরকার তাদের কৃষকদের কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। তাই এবার ভোটের আগে নিজের ভাবমূর্তি বজায় রাখতে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের অর্থ বাড়িয়ে দিল রাজ্য সরকার। শুক্রবার বাজেট পেশ করে মুখ্যমন্ত্রী বললেন, ‘কৃষক এবং নথিভুক্ত ভাগচাষীদের ‘কৃষকবন্ধু’ প্রকল্পের খাতে বার্ষিক অনুদান ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হল’।
প্রসঙ্গত, এদিনের বাজেট বক্তৃতা বয়কট করেছিল বাম-কংগ্রেসরা। মুখ্যমন্ত্রীর বাজেট পেশ করার পর বিরোধীরা প্রশ্ন তুলেছে, ‘বাজেটে পেশ করা প্রকল্পের টাকা কোথা থেকে আসবে? আগামী ৫ বছরের কথা বলছেন! উনি তো আর মাত্র ২-৩ মাস রয়েছেন। তাই যা খুশি তাই বলছেন। রাজ্যে একজনের ইচ্ছাতেই সব চলে, এখানে সংবিধান অচল’।