বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ঘোর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল। ফিফার নিষেধাজ্ঞার পর থেকে রাতের ঘুম উড়ে গিয়েছে ভারতীয় ফুটবল সমর্থকদের। কিভাবে এই অবস্থা ঠিক করা যাবে তা নিয়ে সকলেই চিন্তিত। তবে আপাতত যেটা প্রয়োজন সেটা হল ফেডারেশনের একটি নির্বাচন। কারণ ফিফা তখনই ভারতের ওপর থেকে ব্যান তুলবে যখন ভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিজেই নিতে পারবে।
ভারতীয় ফুটবলের ব্যাপারে বাজে কোন দেশের ফুটবল সংক্রান্ত কোন ব্যাপারে তৃতীয় পক্ষের সিদ্ধান্ত সমর্থন করে না ফিফা। এরই মাঝে দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের নির্বাচন আটকে ছিল। ফিফার বারবার সতর্কবার্তা সত্বেও সুপ্রিম কোর্টকে এই বিষয়ের সাথে যুক্ত করে ভারতীয় ফুটবল ফেডারেশনের যে সিদ্ধান্ত নেওয়ার কথা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সিওএ নিযুক্ত করা হয়। এই বিষয়টি নিয়েই চরম আপত্তি ছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।
ফিফার তরফ থেকে ভারতীয় ফুটবলে নিষেধাজ্ঞা আরোপের পর গত বুধবার সুপ্রিম কোর্ট এই মামলা নিয়ে কি রায় দেয় সেদিকে নজর ছিল অনেকেরই। সুপ্রিম কোর্টের এই নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল ২২ তারিখ। তবে শুনানি হলেও রায়দান আপাতত স্থগিত রয়েছে। আগে ২৮ শে আগস্ট ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন ঠিক হয়েছিল। এখনো যদিও নিশ্চিত নয় যে ওইদিনই নির্বাচন হবে কিনা। কিন্তু তার মধ্যেও ফেডারেশনের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য মনোনয়ন পত্র পাঠাতে শুরু করে দিয়েছে অনেকেই।
সিওএ প্রথমে ৩৬ জন প্রাক্তন ফুটবলার কে প্রার্থী তালিকায় রাখতে পেরেছিল যা নাকচ করে দিয়েছে ফিফা এবং জানিয়ে দিয়েছে প্রত্যেক প্রার্থীকে রাজ্য সংস্থার প্রতিনিধি হিসেবেই আসতে হবে। পূর্বনির্ধারিত নির্বাচন সূচি অনুযায়ী ১৭ থেকে ১৯ শে আগস্ট অবধি মনোনয়নপত্র দেওয়ার দিন নির্ধারিত হয়েছিল কিন্তু কোনো কিছু এখনো নিশ্চিত না হওয়া প্রথম দুদিন কোন মনোনয়নপত্র জমা পড়েনি। আজ শেষ দিনে একের পর এক মনোনয়নপত্র জমা পড়তে থাকে যার মধ্যে সভাপতি এবং কর্মসমিতির সদস্যপদের লড়াইয়ের জন্য মনোনীত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাদা অজিত ব্যানার্জি। তিনিই এতদিনে আই এফ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সভাপতি পদে মনোনয়নের জন্য জমা পড়েছে প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়ার নামও। সেই সঙ্গে বিজেপি নেতা করলেন চৌবের নামো প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছে।