এবার কলকাতা লিগে ফুটবল টিম নামাচ্ছেন অভিষেক, প্রকাশ্যে এলো তার দলের টিজার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমে যখন কলকাতা লিগ ফিরেছিল, তখন কলকাতার ফুটবলপ্রেমীরা প্রতিযোগিতাটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। এর আগের মরশুমটি করোনার কারণে বাতিল করতে বাধ্য হয়েছিল আইএফএ। গতবার কলকাতার লিগের ১২৩ তম সংস্করণে দীর্ঘদিনের খরা কাটিয়ে লিগ জিতেছিল মহামেডান ফুটবল ক্লাব। এরপরের মরশুমে লিগের লড়াই আরও রোমাঞ্চকর হতে চলেছে। কারণ সম্ভবত দুই প্রধানের প্রত্যাবর্তনের সাথে সাথে লিগে যোগ দেবে মুখ্যমন্ত্রীর দল।

যদিও এই কথাটা নিন্দুকেরা ব্যাঙ্গাত্মক ভাবেই বলছে। আসল ঘটনা হল ২০২১-২২ মরশুমে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে অংশ নেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের মালিকানাধীন ক্লাব। ১৪ই এপ্রিল দুপুরে অভিষেকের ক্লাবের একটি টিজার এল প্রকাশ্যে। ভিডিও-তে দেখা যাচ্ছে তৃণমূলের যুবরাজ স্বয়ং ফুটবলে শট নিচ্ছেন।

‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব’, এই নামেই মাঠে খেলতে নামবে অভিষেকের ক্লাব। আগামিকাল অর্থাৎ ১২ই এপ্রিল মুক্তি পাবে ক্লাবের লোগো। মমতা ব্যানার্জির ভাইপোর খেলাধুলার প্রতি আগ্রহ সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল। গতবছরের শেষদিকে সমস্ত করোনা সম্পর্কিত সমস্ত বাঁধা-নিষেধ জলাঞ্জলি দিয়ে খেলার প্রতি ভালোবাসা থেকেই আয়োজন ‘এমপি কাপ’। সেই সময়ই সময় অভিষেক জানিয়ে ছিলেন যে, এবার তাঁর ফুটবল টিম আসতে চলেছে।

যেমন বলা, তেমন কাজ। চার-পাঁচ মাসের মধ্যেই যাবতীয় ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেল। ২০১৭ সালে অভিষেকের হাত দিয়ে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা চালু হয়েছিল। স্থানীয় মানুষরাই সেই প্রতিযোগিতায় অংশ নেন। এবারে গোটা রাজ্যের মতোই ময়দানও কাঁপাবেন তিনি। ইতিমধ্যেই দলের কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণেন্দু রায়-কে। ক্লাবের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বাংলার প্রাক্তন জনপ্রিয় ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতির চেয়ারেও বসানো হয়েছে আর এক প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। আইএফএ-র নিয়ম মেনেই যাবতীয় পরিকল্পনা সমাপ্ত করা হয়েছে। এবার শুধু মাঠে নামার অপেক্ষা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর