বাংলা হান্ট ডেস্কঃ বড়সড় প্রতিনিধিদল সঙ্গে করে রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন (Spain) সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বর্তমানে স্পেনেই রয়েছেন তিনি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে একের পর এক বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসছেন মমতা। আর বঙ্গবাসীর জন্য দিচ্ছেন একের পর এক সুখবর।
ইতিমধ্যেই ফুটবল সংস্থার সঙ্গে মউ চুক্তি সাক্ষর করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন জারার মতো বস্ত্র প্রস্তুতকারক সংস্থা অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এ রাজ্যে নিজেদের উৎপাদনকেন্দ্র গড়তে চলেছে। ডিসেম্বর মাসের দিকেই নাকি উৎপাদনও শুরু হয়ে যাবে, এমনই যুগান্তকারী সম্ভাবনার কথা জানিয়েছেন মাননীয়া।
এসবের মাঝেই এবার বাংলার ছেলে-মেয়েদের শিক্ষার প্রসারে উদ্যোগ মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর আজ মাদ্রিদের আইই বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য সরকারের মুখ্যসচিব এবং শিল্প সচিব। জানা যাচ্ছে, এ রাজ্যের ছেলে-মেয়েদের চাকরির উপযুক্ত করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ভাবনা-চিন্তা চলছে। যার জেরে প্রশস্ত হবে কর্মসংস্থানের সুযোগ।
আরও পড়ুন: বৃষ্টির ঝোড়ো ব্যাটিং! বিশ্বকর্মা পুজো থেকে গণেশ চতুর্থী সবই মাটি, কলকাতা সহ ৭ জেলায় সতর্কতা
বাণিজ্যিক শিক্ষায় প্রসিদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রশিক্ষণ ছাড়াও শিক্ষার প্রসারে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর কিভাবে স্পেনের শিক্ষার সঙ্গে বাংলার শিক্ষার যোগসূত্র স্থাপন করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মুখ্যসচিব, শিল্প সচিব স্পেনের গ্লোবাল মার্কেট বিভাগের বিশেষজ্ঞ ইরাজ সুয়টো রডরিগেজ এবং স্নাতক বিভাগের প্রধান এলিজা মেলেনডিজের সঙ্গে বৈঠকে বসেন। নানা বিষয়ে দীর্ঘ আলোচনা চলে।
আরও পড়ুন: আবাসন দুর্নীতিতে নুসরত, রূপলেখার পর আরেক বড় অভিনেত্রীর নাম! ED-র হাতে বিস্ফোরক তথ্য
শুধু তাই নয়, এ রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষায় আর্থিক সাহায্য করতে আগ্রহী আইই বিশ্ববিদ্যালয়। বাংলার ছাত্রছাত্রীদের গবেষণার কাজে সাহায্য সহ পেশার ক্ষেত্রে প্রশিক্ণের ক্ষেত্রেও এই বিশ্ববিদ্যালয় থেকে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।
এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব, শিল্প সচিব এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা স্পেনের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজের সঙ্গে আলোচনা করেছেন। এককথায় বাংলার শিক্ষা বিস্তারে এ এক নতুন অধ্যায়ের সূচনা বলা যেতে পারে।