মালদহে প্রকাশ্য দিনের আলোয় খুন তৃণমূল নেতা! মাথা ফুঁড়ে বেরিয়ে গেল গুলি

বাংলা হান্ট ডেস্কঃ সবেমাত্র শুরু হয়েছে নতুন বছর। নতুন বছর শুরু হতে না হতেই বৃহস্পতিবার সাত সকালে মালদহের (Maldah) এক তৃণমূল নেতাকে গুলি খুন করা হল। তৃণমূল নেতার মাথা ফুঁড়ে বেরিয়ে যায় গুলি। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় মালদার মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মালদহে (Maldah) খুন তৃণমূল নেতা

জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই  তৃণমূল নেতার নাম বাবলা ওরফে দুলাল সরকার। তিনি তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি। এদিন এই তৃণমূল নেতার মৃত্যুতে পুলিশকেই কাঠগড়ায় তুললেন খোদ রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি নিজে যেতে না পারলেও ইতিমধ্যে মেয়র ফিরহাদ হাকিমকে পাঠিয়েছেন মমতা।

এদিন এই তৃণমূল নেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন মমতা। নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে তিনি লিখেছেন, তৃণমূল কংগ্রেসে প্রথম দিন থেকে কঠোর পরিশ্রম করে চলেছেন দুলাল সরকার ও তার স্ত্রী। একই সাথে পুলিশকে কার্যত কাঠগড়ায় তুলে তৃণমূল নেত্রী লিখেছেন,’আমার সহযোদ্ধা বাবলা সরকার আজ খুন হয়েছে। অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন হতে হল। ওর সিকিওরিটি আগে ছিল যা তুলে নেওয়া হয়েছিল। আগেও ওর ওপর হামলা হয়েছিল।’

আরও পড়ুন: শুরু অভিষেকের ‘সেবাশ্রয়’! আপনার এলাকায় কবে মিলবে সুবিধা? তারিখ দেখুন

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর দুলাল মালদাহের (Maldah) ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় দাঁড়়িয়ে ছিলেন। সেসময় একটি বাইকে তিনজন যুবক মাথায় হেলমেট পড়ে এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রথম দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় গুলিটি দুলালের মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। এরপরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এদিন প্রকাশ্য দিনের আলোয় ভরা বাজারে গুলি চলার ঘটনায় রীতিমতো চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। বাজারের মধ্যে তৃণমূল নেতাকে গুলি করে খুন করেই তিন যুবক বাইক নিয়ে চম্পট দেয়। তাদের কাউকেই এখনও পর্যন্ত ধরা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় দুলাল বাবুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কারা এদিন গুলি চালিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর