দুর্নীতি ও সময় কমাতে রেশন নিয়ে অভিনব সিধান্ত মমতা ব্যানার্জীর

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন এবার থেকে রেশনের চাল, ডাল সব আগে থাকতেই প্যাকেট করে রাখতে হবে ডিলারকে। দোকানের সামনে রেশনের জন্য মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা যাবে না, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। রেশনের দুর্নীতি এবং লম্বা লাইন কমাতে এই পথ বেছে নিলেন মুখ্যমন্ত্রী। শনিবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। এবং রাজ্যের প্রতিটি রেশন দোকানে অবিলম্বে এই নির্দেশিকা মান্য করার কথাও বললেন।

mamata 3 1

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই লকডাউনের সময়ে সরকারের তরফে বলা হয়েছিল রাজ্যবাসীদের মাথা পিছু পাঁচ কিলো চাল এবং পাঁচ কিলো ডাল দেওয়া হবে। রেশনে ঠিকমতো তা দেওয়া হচ্ছে কিনা দেখার জন্য গত বৃহস্পতিবার ভবানীপুরের একটি রেশন দোকানে নিজেই উপস্থিত হয়েছিলেন তিনি। তারপর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের সাথে কথা বার্তা বলেন, যে তাঁদের কোন সমস্যা হচ্ছে কিনা। লাইনে দাঁড়িয়ে থাকার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও বলেন তিনি।

এর পাশাপাশি তিনি দেখেন যে কিভাবে প্যাকেট করে এই রেশনের চাল, ডাল দ্রুততার সাথে রাজ্যবাসির হাতে তুলে দেওয়া যায়। দীর্ঘক্ষণ লাইনে না দাঁড়িয়ে থেকে প্যাকেট করা রেশন নিয়ে মানুষজন দ্রুতই বাড়ি ফিরে যেতে পারবে। সেই মতো গত শুক্রবার নবান্নে রাজ্য প্রশাসনিক বৈঠকে এই বিষয়টা নিয়ে আলোচনাও করা হয়। এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেন মুখ্যমন্ত্রী।

shuvendu food packet

এছাড়াও যেসকল রেশনে দোকানে জায়গার সমস্যা রয়েছে, তারা পার্শ্ববর্তী কোন ক্লাবে গিয়ে সেই অতিরিক্ত রেশন রেখে প্যাকেট করতে পারেন। তাঁর জন্য স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী বা ১০০ দিনের কাজে ব্যক্তিদের নিযুক্তদের যুক্ত করা যেতে পারে। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রেশন দোকানের বাইরে যত বেশি সংখ্যায় সম্ভব গোল দাগ করে দিতেও বলেন তিনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর