বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে ফের একবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কৃষ্ণনগরে (Krishnanagar) সভা করার কথা আছে তাঁর। সেই কারণে আজ রাতেই রাজ্যে চলে আসবেন তিনি। এদিকে মোদীর সভার একদিন আগে ওই একই কেন্দ্রে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে সভা করেন তিনি।
আজ নদিয়ার হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে সভা ছিল তৃণমূল (TMC) নেত্রীর। সেখানে দাঁড়িয়ে মহুয়ার (Mahua Moitra) ভূয়সী প্রশংসা করেন মমতা। সেই সঙ্গেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে ‘বাঘের বাচ্চা’ তকমাও দেন। মমতা বলেন, ‘কাল আবার মহুয়ার এখানে মিথ্যে বলতে আসছেন। কারণ মহুয়াকে নিয়ে ওঁদের ভীষণ জ্বালা। ও তো মুখের ওপর কথা বলতে ভয় পায় না। মহুয়া বাঘের বাচ্চার মতো লড়াই করে। ও সবাইকে বলে দিয়েছিল দেশে কী চলছে। সেটায় কী রাগ! আসলে কেঁচো খুঁড়তে গেলে তো দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে’।
মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করে দেওয়া নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। গত বছর ‘প্রশ্ন ঘুষ’ কাণ্ডের জেরে তৃণমূল সাংসদকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়। এদিন এই নিয়েও মুখ খোলেন দলনেত্রী। মমতা বলেন, মহুয়া মৈত্রকে ভয় পায় বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ বাড়াতে হবে শেষ মেট্রোর সময়সীমা? যাত্রী সুবিধায় বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট
মুখ্যমন্ত্রী বলেন, ‘ওঁকে ভয় পায় বলে ওঁরা তাড়িয়ে দিয়েছে। তবে সংসদ থেকে তাড়ালেও মানুষের মন থেকে ওঁকে তাড়াতে পারেনি। আপনারা ফের ভোট দিয়ে ওঁকে জয়ী করুন। ও আবারও সংসদে আপনাদের হয়ে লড়াই করবে’।
আগামীকাল কৃষ্ণনগরে মোদীর সভা নিয়েও কটাক্ষ করেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, ‘আপনি কী বলতে আসবেন? ১০০ দিনের টাকা, পাকা বাড়ির টাকা, রাস্তার টাকা দেননি। ফ্রি-তে রেশন দেননি। রোজ মিথ্যে বলে বেড়াচ্ছেন। সাধারণ মানুষ যদি মিথ্যে বলে তাহলে লজ্জা পান। তাঁদের কান ধরতে হয়। কিন্তু মিথ্যে বললে মোদীকে পুজো করতে হয়’।