একটি বিশেষ সম্প্রদায়কে বদনাম করার জন্য বিজেপির কর্মীরা টুপি পড়ে সম্পত্তি নষ্ট করেছেঃ মমতা ব্যানার্জী

নাগরিকতা সংশোধন আইন (CAA) আর নাগরিকপঞ্জী (NRC) নিয়ে বরাবর কেন্দ্রের মোদী সরকারকে (Modi Sarkar) আক্রমণ করে যাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) আজ এই নিয়ে একটি বড় বয়ান দেন। কলকাতায় আজ নাগরিক সংশোধন আইন আর নাগরিকপঞ্জীর বিরোধিতায় রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের মতো নিরপেক্ষ কমিটি গঠন করে গণ ভোটের দাবি তোলেন তিনি।

EMJ14G0U0AAp7J3

বৃহস্পতিবার মমতা ব্যানার্জী কলকাতায় নাগরিকতা আইন নিয়ে ফের একহাতে নেন মোদী সরকারকে। উনি বলেন, দেশ স্বাধীন হওয়ার ৭৩ বছর পর আচমকা আমাদের নাগরিক হওয়ার প্রমাণ দিতে হচ্ছে। বিজেপির গঠন হয় ১৯৮০ সালে, আর আজ বিজেপি ১৯৭০ সালের নথী চাইছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সবার কাছে নাগরিকতা আইন নিয়ে জোরদার বিরোধিতার আবেদনও করেন। উনি বলেন, এই আইনের বিরোধিতায় সবাই নামলে সরকার এই আইন তুলতে বাধ্য হবে।

1 14

মমতা ব্যানার্জী বলেন, ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি নামে একটি দল গঠন হয়, আর আজ সেই দলই ১৯৭০ সালের কাগজপত্র চাইছে। উনি বিজেপির উপর গুরুতর অভিযোগ তুলে বলেন, বিজেপির কর্মীরা টুপি কিনে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বদনাম করার জন্য সরকারি সম্পত্তি নষ্ট করছে। উনি বলেন, বিজেপি নাগরিকতা সংশোধন আইনের মাধ্যমে হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর