নেতাজির DNA টেস্টের দাবি! ট্যাবলো, মূর্তি সব ইস্যুতেই কেন্দ্রকে তোপ মমতার

বাংলাহান্ট ডেস্ক : নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে তরজা অব্যাহত কেন্দ্র এবং রাজ্যের। এবার এহেন পরিস্থিতির মধ্যেই কেন্দ্রের কাছে নেতাজি সুভাষ সম্পর্কিত সমস্ত নথি সামনে আনার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাপানের রেনিকোজি মন্দিরে রাখা নেতাজির চিতাভস্ম বলে পরিচিত চিতাভস্মের ডিএনএ টেস্টের দাবিও তুলেছে তৃণমূল।

সপ্তাহ খানেক আগে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার নেতাজি বিষয় ট্যাবলো বাতিল করাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। কিন্তু থামার বদলে তা চুড়ান্ত রূপ নিল নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের দিন। বিতর্কের আগুন ঘৃতাহুতি করলেন খোদ মুখ্যমন্ত্রীই।

২৩ জানুয়ারি ময়দানের নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা। সেখানেই কেন্দ্রের কাছে সমস্ত নথি সামনে আনার দাবি জানান তিনি। এদিন মমতা বলেন, ‘আমরা রাজ্য সরকারের কাছে নেতাজি সম্পর্কিত যা তথ্য ছিল সেই সব নথি প্রকাশ করেছি৷ অথচ ক্ষমতায় আসলে নেতাজি রহস্যের উন্মোচন করার প্রতিশ্রুতি দেওয়া কেন্দ্র সরকার কোনো নথিই সামনে আনেনি।’ এদিন ট্যাবলো বাতিল, অমর জওয়ান জ্যোতি, থেকে নেতাজি মূর্তি একাধিক ইস্যুতেই সরব হন তিনি। মমতা বলেন, ‘একটা স্ট্যাচু বানিয়ে দিলেন নেতাজিকে ভালোবাসা যায় না। একটা স্ট্যাচু করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। অনেক তো স্ট্যাচু করেছেন কোটি কোটি টাকা খরচ করে। দেশের ইতিহাসটা পড়েছেন?’

ট্যাবলো বাতিল প্রসঙ্গেও বিস্ফোরক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। ‘আপনারা নেতাজির ট্যাবলো কেন বাতিল করেছেন আমরা জানি না। আমাদের কাছে কোনো কারণ দেখানো বা জানানো হয়নি। আপনারা বাতিল করলেও ২৬ জানুয়ারি রেড রোডে আমরা দেখাবো ওই ট্যাবলো। আমরা কিন্তু বরণ করে নেব নেতাজিকে’। এমনটাই বলতে শোনা যায় তাঁকে। রাজ্য সরকারের এই প্রচেষ্টায় কেন্দ্রের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর কটাক্ষ, ‘একটা স্ট্যাচু বানিয়েই দেশপ্রেম হয় না। নেতাজিকে অন্তরে অনুভব করতে হয়। অমর জওয়ান জ্যোতির আগুন নিভিয়ে সুভাষকে শ্রদ্ধা জানানো যায় না। শহিদদের মধ্যে ভাগাভাগি হয় না।’ মমতা আরও যুক্ত করেন, ‘এতদিন পর আমাদের চাপে পড়েই মূর্তি বসাচ্ছে। কই এত দিন তো কেউ মূর্তি বসানোর কথা ভাবেনি!’ কেন্দ্রের উচিত বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্রের কথা জানা, কটাক্ষ করে এমনটাও বলেন মমতা।

এদিন নেতাজিকে নিয়ে একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে রাজ্যে। একই সঙ্গে চুঁচুড়ায় তৈরি হবে স্পোর্টস ইউনিভার্সিটি। স্কুলগুলিতে এনসিসির মতই তৈরি হবে ‘জয়হিন্দ বাহিনী’।

যদিও তাঁর এই বক্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি মমতাকে পালটা বিঁধে বলেন, ‘মুখ্যমন্ত্রী রাজারহাটে নেতাজির একটি মূর্তি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি করবেন বলেছিলেন। একবছর পরও অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও দেখতে পেলাম না সেগুলি’। বিজেপি প্রতিশ্রুতি না দিয়ে শুধুই কাজ করে চলে এমন দাবিও করতে শোনা যায় তাঁকে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর