বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে ঢুকে পড়ল অন্য গাড়ি। দুর্ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর মাথায় লাগল চোট। মাথা থেকে ঝরল রক্ত। বর্ধমান থেকে কলকাতায় ফেরার পথে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুখ্যমন্ত্রীর গাড়ি। আহত অবস্থায় তারপর রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে বৈঠকেও যোগ দিলেন তিনি।
গাড়ি চালকের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বললেন, “ঠিক সময়ে ব্রেক না কষলে মরেই যেতাম।” গোদার মাঠে সভা শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ফিরছিলেন। হঠাৎ মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়ে অন্য একটি গাড়ি। গাড়ি চালক আচমকা ব্রেক কষলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চোট পান।
আরোও পড়ুন: বিদ্যুৎ খরচ ১ টাকা প্রতি ইউনিট! একদম সস্তায় সোলার প্যানেল আনল পতঞ্জলি, দেখুন কত পড়বে দাম
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ গাড়ি থেমে গেলে সামনে মাথা ঠুকে যায় মুখ্যমন্ত্রীর। কপাল থেকে রক্ত পড়তে থাকে। তারপর একটি রুমাল দিয়ে মুখ্যমন্ত্রী নিজেই মাথা বেঁধে নেন। এই দুর্ঘটনার পর অনেকেই ভেবেছিলেন মুখ্যমন্ত্রী হয়ত সোজা এসএসকেএম যাবেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে রাজ্যপালের সাথে বৈঠকে যোগ দিতে গেছেন।
আজ হেলিকপ্টারে চড়ে মুখ্যমন্ত্রী সকালে বর্ধমান যান প্রশাসনিক সভায়। মুখ্যমন্ত্রীর সভা শুরু হয় বেলা বারোটা নাগাদ। তারপর কুয়াশা ও বৃষ্টিরপাতের জন্য মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে করে কলকাতায় আসার পরিকল্পনা বাতিল করা হয়। তাই বাধ্য হয়ে সড়ক পথে গাড়ি করে মুখ্যমন্ত্রী আসেন কলকাতায়। সভাস্থল থেকে জিটি রোডে ওঠার যে রাস্তা রয়েছে সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা।