বাংলা হান্ট ডেস্ক: বিশ্ববাংলা পুরস্কার মঞ্চে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে BJP- র আধাবাঙালির মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি কি আধা বাঙালি না আধা মারোয়াড়ি৷ এই প্রশ্নটা কি ঠিক ? আমি বললাম মায়ের কোনও জাত হয় না৷ কোনও ধর্ম হয় না৷ বর্ণ হয় না৷ কেউ কেউ বাংলা সংস্কৃতিকে উচ্ছেদ করে নিজেদের গুঞ্জন গাইতে শুরু করেন, তখন খারাপ লাগে৷ আমি এখনও বলি, নাসা থেকে ভাষা শীর্ষে বাংলা৷”
উল্লেখ্য, গত হিন্দি দিবসের দিন ‘এক রাষ্ট্র, এক ভাষা’- হয়ে সওয়াল তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেন, ভারতের মতো দেশে বহু রাজ্যে বহু ভাষা রয়েছে। তাদের প্রত্যেকটির গুরুত্ব রয়েছে। কিন্তু দেশের একটি ভাষা থাকা আবশ্যক, যে ভাষার জন্য আমাদের দেশকে বিশ্ব স্বীকৃতি দেবে ভারতীয় ভাষা হিসেবে। যদি কোনও ভাষা দেশকে বাঁধতে পারে, তা হল হিন্দি।’ অমিত শাহের এই মন্তব্যের পর এই সাড়া পড়ে গিয়েছে গোটা দেশে, তুলকালাম শুরু করেছেন বিরোধীরা, তাদের একটাই নিশানা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, সমগ্র দেশের বহু সাধারণ মানুষ স্বরাষ্ট্র মন্ত্রীর এই হিন্দি চাপিয়ে দেওয়ার এই প্রচেষ্টার তীব্র নিন্দা করেছেন।
এই বিরোধিতার সূত্র ধরেই কলকাতায় বিক্ষোভে নামায় একটি সংগঠন। ‘সে নো টু হিন্দি ইমপোজিশন’, প্ল্যাকার্ড হাতে বহু মানুষ এদিন জমায়েত হয় কলেজ স্ট্রিটে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হিন্দি আগ্রাসনের মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেন সকলে। শুধু তাই নয় ঘটনাচক্রে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের জন্যে তাঁর ছবিও পোড়ানো হয়। এই বিক্ষোভ মিছিলে শুধু বাঙালিরাই ছিলেন না, বরং ভিন্ন ভাষার বহু মানুষও তাতে যোগ দেন।