বাংলা হান্ট ডেস্কঃ মমতা সরকার ক্ষমতায় আসার পরের থেকেই একের পর এক প্রকল্প নিয়ে এসেছে রাজ্যের সাধারণ মানুষের জন্য। কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী আরও নানা প্রকল্প তো রয়েইছে, এরই মধ্যে এবার বেকার যুবক- যুবতীদের জন্য বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। রাজ্যের বেকার যুবক- যুবতীদের ৫ লাখ টাকা করে দেবে মমতা সরকার (Mamata Government)৷
গতকাল ২ নভেম্বর বৃহস্পতিবার থেকে এর উদ্যোগ নেওয়া হয়েছে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এই সীমিত সময়ের মধ্যেই চলবে। এর মাধ্যমে বছরে ২ লাখ যুবক-যুবতীকে ৫ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার৷ বিজ্ঞাপন জারি করে রাজ্য সরকার জানিয়েছে, প্রতি বছর ২ লক্ষ বেকার যুবক- যুবতীকে এই টাকা লোন হিসেবে দেওয়া হবে।
৫ বছরে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। কেউ এর মাধ্যমে সর্বাধিক ৫ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। ১৮ বছর বয়স হলেই এর জন্য আবেদন করা যাবে৷ কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজ নেই বলেই জানানো হয়েছে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
আরও পড়ুন: জ্যোতিপ্রিয় অতীত! বাকিবুর-কাণ্ডে উঠে এল নতুন মন্ত্রীর নাম, মারাত্মক তথ্য ফাঁস করল ED
আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কমপক্ষে ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। রাজ্যের বেকার যুবক-যুবতীরা বিভিন্ন রকম কাজের জন্যে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাবসা করতে পারবেন। যার গ্যারেন্টার থাকবে রাজ্য সরকার।
সর্বোচ্চ ২৫ হাজার টাকা মার্জিন মানি দেবে সরকার৷ ‘ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফর স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ’ বাকি ৮৫%-এর গ্যারান্টিও রাজ্য সরকার দেবে। স্থানীয় এসডিও অফিস, বিডিও অফিস বা জেলার শিল্পকেন্দ্রে যোগাযোগ করে অফলাইনে আবেদন করা যাবে। অনলাইনেও আবেদন করতে ও বিস্তারিত জানতে https://bccs.wb.gov.in/ এই লিংকে ক্লিক করুন।