বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যের কম্পিউটার শিক্ষকদের জন্য সুখবর দিতে চলেছে মমতার সরকার। কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কম্পিউটার শিক্ষক নিয়োগের ব্যাপারে ঘোষণা করেছিলেন অবশেষে সেই প্রস্তাবে সিলমোহর পড়ল বলে। তাই তো রাজ্যের প্রতিটি স্কুলে একজন করে কম্পিউটার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তাই একুশের বিধানসভা নির্বাচনের আগেই কম্পিউটার শিক্ষক নিয়োগের যাবতীয় প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য সরকার।
যেহেতু উচ্চ প্রাথমিকে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে তাই এখনও অবধি রাজ্যের বেশির ভাগ স্কুলেই পার্ট টাইমার কম্পিউটার শিক্ষক দিয়ে কাজ চালানো হচ্ছে, সে কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে একজন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্যে পাঁচ থেকে ছয় হাজার সমস্ত আইসিটি শিক্ষক রয়েছে তাঁদেরও এই নিয়োগের আওতায় আনা সম্ভব হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে আইসিটি শিক্ষকরা যেভাবে স্কুলে কম্পিউটার শিক্ষার ভার নিয়েছে তার পর থেকে বেতন সংক্রান্ত সমস্যায় নিয়ে বারবার শিক্ষকরা সরব হয়েছেন এমনকি বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলনের পথে হেঁটেছিলেন রাজ্যের কম্পিউটার শিক্ষকরা। যেহেতু গ্র্যাজুয়েশন নেই এই মোতাবেক অনেক কম্পিউটার শিক্ষককে স্থায়ী পদ দেওয়া হয়নি এমনকি বার বার তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে
তবে এবার যে সমস্ত কম্পিউটার শিক্ষকদের গ্র্যাজুয়েশন রয়েছে তাঁদের স্থায়ী পদ দেওয়ার পাশাপাশি কম্পিউটার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মন্ত্রিসভার বৈঠকে বিশেষ ছাড়পত্র নেওয়া হবে বলেই খবর। মন্ত্রিসভার সিলমোহর পেলেই শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। যদিও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নাকি অন্য ভাবে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি। তবে রাজ্য সরকারের এই ঘোষণায় যথার্থই খুশির হাওয়া রাজ্যের আইসিটি শিক্ষকসহ চাকরি প্রার্থীদের মধ্যে।