দলে ভালো মানুষদের আনার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা ভোটে রাজ্যে ভরাডুবি ফলাফলের পর শাসক শিবির ভোট গুরু প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছিল একুশের বিধানসভার রণনীতি সাজানোর জন্য। তাই হারিয়ে যায় কেন্দ্রগুলিকে আবার ফিরিয়ে আনতে এবং রাজ্যের সমস্ত শ্রেণির মানুষের কাছাকাছি পৌঁছতে ভোট প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে তৃণমূল কংগ্রেস দিদিকে বলো কর্মসূচি গ্রহণ করেছিল।Abhishek Banerjee 1200x900xt

29 জুলাই তারিখে এই কর্মসূচির অধীনে প্রথমে বিধায়কদের নিজস্ব এলাকায় জনসংযোগ বাড়ানোর জন্য রাত্রিযাপনের নির্দেশ দেওয়া হয়েছিল এর পর ব্লক স্তর ও জেলা স্তরের নেতা ও কাউন্সিলরদের জনসংযোগ বৃদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছিল। বেশ কয়েক মাস ধরে এই কর্মসূচির ব্যাপক সাফল্য পেয়েছে শাসক শিবির এরই মধ্যে আমতলায় দিদিকে বলে রিভিউ মিটিংয়ে উপস্থিত হয়ে ভালো মানুষদের দলে আনার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সমাজে যাদের পরিচিতি আছে সমাজে যাঁদের নাম ডাক আছে এমন মানুষদের দলে যুক্ত করে তাঁদের দলে যুক্ত করে দেওয়ার প্রস্তাব দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। একই সঙ্গে ডিসেম্বর মাস অবধি দিদিকে বল কর্মসূচিতে যা যা এখনও অবধি বাস্তবায়িত করা হয়নি তা করে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিন আমতলায় দিদিকে বলে রিভিউ মিটিংয়ে হাওড়া হুগলি জেলার বিধায়ক থেকে কাউন্সিলর সকলেই উপস্থিত ছিলেন। সেখানে স্থানীয় বিধায়কদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে মিটিংয়ের মধ্য থেকেই।

সম্পর্কিত খবর