বাংলা হান্ট ডেস্কঃ শুভেন্দু অধিকারী দল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে পিছপা হয়নি। কখনো মীরজাফর, কখনো বেইমান আবার কখনো গদ্দার উপাধি দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। তবে শুধু শুভেন্দুই নয়, তৃণমূল ছেড়ে বিজপিতে যাওয়া সমস্ত নেতাকেই গদ্দার উপাধি দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সঙ্গে নিজের দলের প্রার্থীদেরই গদ্দার বলে বসলেন।
শুক্রবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি চতুর্থ দফার নির্বাচনী প্রচারের জন্য কোচবিহারের দিনহাটায় একটি জনসভা করেন। সেই সভা থেকে তিনি বলেন, ‘একুশের নির্বাচনে ২০০-র বেশি আসন চাই। ২০০-র কম আসন হলে ওঁরা গদ্দারদের কিনে নেবে। কিছু গদ্দারদের টাকা দিয়ে কিনেছে, বাকিদেরও কিনে নেবে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। ওয়াকিবহাল মহলের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের দলের প্রার্থীদেরই বিশ্বাস করতে পারছেন না। আর সেই কারণে তিনি এহেন মন্তব্য করছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে এবার ওনাকে খোঁচা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
আবার রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি দলীয় প্রার্থীদের গদ্দার বলতে চান নি। তিনি রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় ফিরে আসার জন্য ভোটারদের কাছে সমর্থন চাইতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন। বিশ্লেষকদের মতে, তৃণমূল কমপক্ষে ১৭০ আসনে জিততে না পারলে তাঁরা দীর্ঘদিন সরকার চালাতে পারবে না।