রাজীব মুখার্জী, হাওড়া-আজকে হাওড়া স্টেশনে সকাল ৯ টায় উত্তর হাওড়ার বিধায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা “দিদিকে বলো” কর্মসূচি পালন করলেন।
বাস্তবায়িত করতে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি দলীয় নির্দেশ মেনে সাধারণ মানুষের সাথে জনসংযোগের মাধ্যম বেঁচে নিলেন হাওড়া স্টেশন কেই।
বিভিন্ন লোকাল ট্রেনে উঠে পথ চলতি সাধারণ মানুষের সাথে কথা বলেন। তাদের অভাব অভিযোগ শোনেন।সাধারণ মানুষের মধ্যে তিনি দিদিকে বলো র মোবাইল নাম্বার সম্বলিত ভিজিটিং কার্ড বিলি করেন। এবং জানান তাদের কোনো সমস্যা থাকলে ওই নাম্বারে সরাসরি কথা বলে তাদের অভিযোগ জানাতে। তাদের এলাকার কারো কোন সমস্যা থাকলে যদি স্থানীয় প্রশাসন তার সমস্যা সমাধানের পথ নিশ্চিত করতে যদি না পারে তবে সেই সমস্যা সমাধানের জন্য দিদিকে বলতে আবেদন করেন তিনি।
সাংবাদিকদের কে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাদার টেরিজার মতন। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মেছেন মানুষের সেবা করার জন্য। ওনাকে সবাই ভালোবাসেন।
মানুষ রোজ নিত্যদিনের সমস্যা নিয়ে বাড়ি থেকে বেরোন। সমস্যা মেতে আবার সমস্যা আসে। তিনি দাবি করেন দিদি সব জায়গাতে ছিল, এখনো আছে এবং সব জায়গাতে থাকবেন।
কারো কোনো সমস্যা হলে সরাসরি দিদি কে জানাতে। উনি সবার সাহায্যের জন্য আছেন। সকলের সেই ভালবাসা আছে তার প্রতি।