বাংলাহান্ট ডেস্কঃ আত্মনির্ভর ভারতের পথে হাঁটলেন বাংলার (West bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। সম্প্রতি সীমান্ত অঞ্চলে চীনের দাদাগিরির যোগ্য জবাব দিতে ভারতের প্রধানমন্ত্রী ৫৯ টি চীনা অ্যাপ ভারত থেকে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন। যার মধ্যে বেশকিছু প্রয়োজনীয় অ্যাপও ছিল।
‘সেলফ স্ক্যান’ অ্যাপ
অ্যাপ নিষিদ্ধ করা নিয়ে বিরোধীদের অনেক সমালোচনার শিকারও হতে হয়েছিল প্রধানমন্ত্রীকে। তবে সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী করলেন এক বড় ঘোষণা। স্ক্যান করা নিয়ে সমস্যা হওয়ায়, তিনি জানালেন আর কোন বিদেশী অ্যাপ নয়। এবার থেকে সম্পূর্ণ দেশীয় স্ক্যানার অ্যাপেই স্ক্যান করা হবে। বাংলার তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব রাজীব কুমার এবং তাঁর সহযোগীরা মিলিতভাবে বানিয়ে তাক লাগিয়ে দিলেন ‘সেলফ স্ক্যান’ অ্যাপ (Self Scan app)।
কি সুবিধা থাকছে এই অ্যাপে?
এদিন নবান্নে আয়োজিত বৈঠকে তিনি আরও জানালেন, ‘এই সেলফ স্ক্যান অ্যাপ তৈরি করার জন্য আইটি দফতরের রাজীব কুমার এবং অন্যান্যদের ধন্যবাদ জানাই। তাঁদের সহাওতায় আজ আমরা সম্পূর্ণ নিজস্ব অ্যাপের সূচনা করলাম। এটি অনেক বেশি উন্নত, সুবিধাজনক এবং সুরক্ষিত। এখানে এডিট হওয়া নথি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। সার্ভারে জমা হওয়ার ভয় নেই, সম্পূর্ণ নিরাপদ। সর্বোপরি এটি একদমই বিনামূল্যে ইনস্টল করা যাবে। হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ওয়ার্ল্ড থিঙ্কস টুমরো।’
মুখ্যমন্ত্রীর বক্তব্য
রাজ্যের প্রথম অ্যাপ প্রস্তুত নিয়ে কেন্দ্রকে কিছুটা খোঁচা দিয়েই তাঁর গলায় শোনা গেল, ‘স্বদেশিয়ানা কাকে বলে, তা এবার বাংলাই শেখাবে সবাইকে। অ্যাপ প্রস্তুতের দিক থেকে বাংলাই মনে হয় প্রথম। তবে কৃতিত্ব তো আর আমরা একা নিতে পারি না, তা অনেক সময় গৌরবের সাথেও নিতে হয়’।