বাংলা হান্ট ডেস্ক: আজ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সমাবেশের জন্য উপস্থিত ছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে৷ সেখানে তিনি বলেন, “কেউ যদি মনে করে থাকে ২০২১-এ আমাদের সরকার হবে সাফ, তাদের আমি বলি, তোমাদের কথা বলা মানুষ মনে করে পাপ৷ তোমরা সাফ হবে তৈরি থেক৷ আগামী দিনে মা-মাটি-মানুষের সরকারই আসবে। এই সরকারই থাকবে। গর্বের সঙ্গে কাজ করবে। বিভেদ করে নয়। বিভাগ করে নয়। গন্ডগোল করে নয়। দাঙ্গা করে নয়।”
প্রসঙ্গত, BJP সাংসদ দেবশ্রী চৌধুরি কালিয়াগঞ্জ এর উপনির্বাচন নিয়ে কি প্রস্তুতি চলছে তা বিষয়ে পর্যালোচনা করতে কর্মীদের সঙ্গে বৈঠক করেন। শুধু তাই নয় এদিন কালিয়াগঞ্জের BJP প্রার্থী কমল সরকারকে সাথে নিয়ে ভোট প্রচারেও যান তিনি। এদিন দেবশ্রী বলেন, “জনগণকে অবাধে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। তাই কেন্দ্রীয় বাহিনী দরকার। সাধারণ মানুষের অধিকার যারা তৃণমূল বাহিনীর হাত থেকে রক্ষা পায় তার জন্য কালিয়াগঞ্জে বিধানসভা উপ নির্বাচনের সময় আমরা অতি অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাবো। কেউ যদি আঙুল বাঁকা করে কাজ করতে চায় তাহলে কালিয়াগঞ্জের মানুষ সোজা করে দেবে।”
উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনে তিনটি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে BJP। BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “BJP-র নির্বাচন কমিটি এই বিষয়ে বৈঠকে করেছে। তালিকাও প্রস্তুত করে সেই নাম দিল্লিতে পাঠানো হয়েছে।”
২০২১-এর বিধানসভা ভোট কে পাখির চোখ করেছে বিজেপি। রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদদের মধ্যে ১৮ জনকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে। ২০১৪-র নির্বাচনে লোকসভায় রাজ্য থেকে মাত্র দুটি আসন পেয়েছিল বিজেপি। ২০১৯-এর নির্বাচনে তা বেড়ে গিয়ে হয়েছে ১৮। যার জেরে রাজ্যবাসীর প্রতি বিজেপির দায়িত্বও বেড়েছে।