‘চণ্ডালিকা’র সঙ্গে বাজছে হিন্দি গান, বিচারক আবার মমতাশঙ্কর! বিতর্ক হতেই বিষ্ফোরক নৃত্যশিল্পী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ফের বিতর্কে ‘ডান্স বাংলা ডান্স’। অতীতেও একাধিক বার সমালোচনার মুখে পড়েছে এই ডান্স রিয়েলিটি শো। প্রতিযোগীদের পারফরম্যান্স থেকে বিচারকদের ভূমিকা বারেবারে উঠে গিয়েছে প্রশ্নের সম্মুখে। কিন্তু এবারে যা ঘটল, তার জন্য প্রশ্নের মুখে পড়ে গিয়েছে শোয়ের মানও। এমনকি এর জেরে সমালোচিত হচ্ছেন প্রবীণ অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর (Mamata Shankar)।

ডান্স বাংলা ডান্স বিতর্কে জড়ালেন মমতা শঙ্কর (Mamata Shankar)

সম্প্রতি ডান্স বাংলা ডান্স এর একটি পর্বে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেখানেই ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুঙ্গে। স্পেশ্যাল পর্বের একটি পারফরম্যান্সে প্রতিযোগীর সঙ্গী হিসেবে পারফর্ম করেন দেবলীনা দত্ত। সেই পারফরম্যান্সে ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্যের সঙ্গে চালানো হয় হিন্দি সিনেমার গান!

Mamata shankar opened up about dbd controversy

কী নিয়ে বিতর্ক: মুহূর্তের মধ্যে ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র। ছিছিক্কার শুরু করেন নেটিজেনরা। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে, মমতাশঙ্কর এর মতো একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব উপস্থিত থাকার (Mamata Shankar) পরেও কীভাবে এমন একটি পারফরম্যান্স করার সাহস পেল তারা? চরম বিতর্ক, সমালোচনার মুখে এবার সরব হয়েছেন মমতা শঙ্কর।

আরও পড়ুন : সৌরভ ভক্তদের জন্য খারাপ খবর, বায়োপিক নিয়ে বড় সিদ্ধান্ত রাজকুমারের! কবে মুক্তি পাবে ছবি?

মুখ খুললেন মমতা শঙ্কর: সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মমতা শঙ্কর (Mamata Shankar) বলেন, তিনি ওখানেই বলেছিলেন যে তাঁর ভালো লাগেনি। চণ্ডালিকার সঙ্গে এই গান যায় না একেবারেই। কিন্তু তাঁর সমস্ত কথা কেটে দেওয়া হয়েছে। মমতা শঙ্কর দাবি করেন, তাঁর সঙ্গে অনেকে সহমত হয়েছিলেন। কিন্তু তাঁর কোনও কথাই রাখা হয়নি।

আরও পড়ুন : স্কুলের গণ্ডিও পেরোননি পাত্রী, এর মধ্যেই ঘুরে ফেললেন সাতপাক! সায়কের ‘বিয়ে’র ছবি ভাইরাল নেট পাড়ায়

সোশ্যাল মিডিয়াতেও একটি ভিডিও করে মমতা শঙ্কর বলেন, যাঁদের তাঁর উপরে ভরসা আছে, তাঁরা জানেন যে তিনি মন থেকে যা বিশ্বাস করেন তাই বলেন। মমতা শঙ্কর অভিযোগ করেছেন তাঁকে অনেকে আক্রমণ করেছে। কিন্তু আসল কথা হল, অনেকবার বারণ সত্ত্বেও তাঁর কথাগুলি কেটে দেওয়া, xহয়।