‘হাতকাটা ব্লাউজ’ বিতর্কে কোণঠাসা, শ্বেতার পাশে দাঁড়িয়ে নিন্দুকদের স্পষ্ট জবাব মমতাশঙ্করের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এখন বিতর্কের কেন্দ্রে। সৌজন্যে তাঁর একটি মন্তব্য। সম্প্রতি তিনি বলেন, হাত কাটা পোশাক পরতে তিনি পছন্দ করেন না। একজন পরিচালক তাঁকে হাত কাটা পোশাক পরতে বলায় তিনি বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে তিনি শরীর বেচতে নয়, ট্যালেন্ট বেচতে এসেছেন। এরপরেই শুরু হয় বিতর্ক। তবে এবার এ বিষয়ে শ্বেতার পাশে দাঁড়ালেন প্রবীণ অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতাশঙ্কর (Mamata Shankar)।

শ্বেতার (Sweta Bhattacharya) পাশে দাঁড়ালেন মমতাশঙ্কর

সম্প্রতি এ বিষয়ে এক সাক্ষাৎকারে মমতাশঙ্কর বলেন, শ্বেতার (Sweta Bhattacharya) যদি হাতকাটা পোশাক পছন্দ না হয় তবে তিনি সত্যিই সেই পোশাকে স্বচ্ছন্দ বোধ করেন না। অনেক পোশাকে অনেক সময় কেউ অস্বস্তিতে ভুগলে তার মনটা অন্যদিকে চলে যাবে। সে সারাক্ষণ পোশাক ঠিক করতেই ব্যস্ত থাকলে তার কাজের ক্ষতি হয়ে যাবে।

Mamata Shankar stood beside sweta bhattacharya

কী বললেন মমতাশঙ্কর: তিনি আরও বলেন, শ্বেতার অস্বস্তি হলে বারবার বলবে। শরীর দেখিয়ে অযথা কেন পোশাক পরতে যাবে? শ্বেতার (Sweta Bhattacharya) যেটা ইচ্ছা সেটাই করবে। তবে তিনি এও বলেন, যদি কখনও চরিত্রের প্রয়োজনে, চিত্রনাট্যের খাতিরে তাঁকে এই ধরণের পোশাক পরতে হয় তবে সম্ভবত তিনি আপত্তি করবেন না। এ প্রসঙ্গে, নিজের উদাহরণ দিয়ে মমতাশঙ্কর বলেন, ‘মৃগয়া’ ছবিতে সাঁওতাল রমণী সাজার জন্য তাঁকেও ব্লাউজ ছাড়া খাটো করে শাড়ি পরতে হয়েছিল।

আরও পড়ুন : একাধিক রুটে বাতিল লোকাল ট্রেন, ৮ দিন ধরে যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্বেতার প্রশংসা অভিনেত্রীর: শ্বেতার (Sweta Bhattacharya) ভূয়সী প্রশংসা করতেও দেখা গিয়েছে মমতাশঙ্করকে। তিনি জানান, ২০১২ সাল থেকে শ্বেতার সঙ্গে কাজ করছেন তিনি। অভিনেত্রীকে খুব ভালো করেই চেনেন তিনি। অকারণে কাউকে অপমান করার মতো মেয়ে তিনি নন।

আরও পড়ুন : ‘গোহত্যা হারাম’, এখনও গোমাংস ঢোকে না বাড়িতে, মৌলবাদীদের একহাত নিয়ে মন্তব্য সলমনের বাবার

প্রসঙ্গত, বিতর্ক শুরু হলে শ্বেতা জানিয়েছিলেন, তিনি একথা কখনোই বলেননি যে হাত কাটা ব্লাউজ পরা মানে শরীর বেচে দেওয়া। প্রায় ১৬ বছর আগে একটি ইভেন্টে একজন তাঁকে হাতকাটা ব্লাউজ পরতে বলায় তিনি মানা করেছিলেন। তখন সেই ব্যক্তি তাঁকে বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে তো শরীর দেখাতেই হয়। কীভাবে কাজ করবেন তিনি? উত্তরে শ্বেতা বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে তিনি শরীর বেচতে নয়, ট্যালেন্ট বেচতে এসেছেন।