বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেন সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির ছত্রে ছত্রে কেন্দ্রের প্রতি সমর্থন প্রদর্শনের কথাই জানিয়েছেন তিনি। একই সঙ্গে অনুরোধ জানিয়েছেন আটকে পড়া বাংলার ছাত্রছাত্রীদের দ্রুত ফিরিয়ে আনার।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘একজন বরিষ্ঠ মুখ্যমন্ত্রী এবং একটি রাজনৈতিক দলের নেত্রী হিসেবে আমি ইউক্রেন রাশিয়া যুদ্ধের বর্তমান আন্তর্জাতিক সংকটের সময় রাজনীতির এই দীর্ঘস্থায়ী আদর্শের প্রতি আমাদের আনুগত্যের পুনরাবৃত্তি করছি। বিশেষত ইউক্রেনে আটকে পড়া আমাদের শিক্ষার্থীদের দুর্দশায় দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, আমরা দল-মত নির্বিশেষে আমাদের জাতীয় পতাকার নীচে ঐক্যবদ্ধ।’
মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘আমি নিশ্চিত যে বর্তমান সঙ্কটের সময়ে আমাদের কূটনৈতিক বিষয়গুলি পরিচালনা করার ক্ষেত্রে, আপনি আমাদের নেতৃত্ব দেবেন। আমি আপনাকে অনুরোধ করব বর্তমান আন্তর্জাতিক সংকটের সময় আমার নিঃশর্ত সমর্থন গ্রহণ করুন। এই পরিস্থিতির সমাধানের জন্য একটি সর্বদলীয় বৈঠকের কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘এই সংকট থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসার জন্য ও আমাদের জাতীয় সংকল্পকে সুসংহত করার জন্য একটি সর্বদলীয় বৈঠকের কথা বিবেচনা করুন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে, ভারতকে অবশ্যই পৃথিবীর কাছে একটি শান্তিপূর্ণ সমাধান প্রস্তাবের নেতৃত্ব দিতে হবে।’
বৃহস্পতিবার ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দুই দেশের মরণপণ যুদ্ধের মাঝখানে সেদেশে আটকে পড়েন কয়েক হাজার ভারতীয় ছাত্রছাত্রী। যাঁদের মধ্যে বাঙালির সংখ্যাই নেহাত কম নয়। গত দুদিন ধরে পড়ুয়াদের দেশে ফেরানোর কাজ শুরু হলেও এখনও ইউক্রেনে আটকে রয়েছেন অগণিত ভারতীয় ছাত্রছাত্রী। ইতিমধ্যেই ভয়াবহ খাদ্য সঙ্কট দেখা দিয়েছে ইউক্রেনে। মিলছে না খাবার জল টুকুও। সেদেশ থেকে ছাত্রছাত্রীদের ফেরাতে চার কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশিগুলিতে পাঠানোর ব্যাপারে আজই উচ্চ পর্যায়ের বৈঠক সারেন নরেন্দ্র মোদী। এরই মধ্যে কেন্দ্রের সঙ্গে বিভেদ ভুলে মুখ্যমন্ত্রীর পূর্ণ সমর্থনের এই চিঠি যে আটকে পড়া ছাত্রছাত্রীদের পরিবারকে অতি সামান্য হলেও আশ্বাস বার্তা দিচ্ছে, তা বলাই বাহুল্য।