বাঙালিদের জন্য সুখবর! পঞ্চমী থেকে দশমী ফ্রীতেই পাওয়া যাবে মাংস ভাত, জেনেনিন কিভাবে !

করোনা পরিস্থিতি অনেকের কাজ কেড়েছে। দুমুঠো অন্নের সংস্থান করতে অনেকেরই কালঘাম ছুটে যাচ্ছে। কিন্তু পুজোর কটা দিন সকলেই চায় একটু প্রাণ ভরে ভালো খাবার খেতে। এবার তাদের জন্যই দক্ষিণ কলকাতার তৃণমূল (tmc) কাউন্সিলর সুশান্ত ঘোষ (sushant ghosh) তার মমতাময়ীর হেঁসেলে পুজোর ৫ দিনই মাংস ভাত খাওয়ার ব্যাবস্থা করেছেন। তাও আবার বিনামূল্যে।

images 2020 10 13T192536.038

দূর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী প্রতিদিনই ১০০০ জন গরীব মানুষের মুখে মাংস-ভাত তুলে দেবে মমতাময়ীর হেঁসেল। কুপন দেওয়া হবে সকালে। দুপুর ১২টা থেকে শুরু হবে এই বিতরণ। এই কাজের শ্লোগান রাখা হয়েছে ‘কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না’। তবে এই শ্লোগান নিয়েই উঠেছে বিতর্ক।

লকডাউনের সময়ে ‘কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না’ শ্লোগান দিয়ে শ্রমজীবী ক্যান্টিন চালু করেছিল বামেরা। মমতাময়ীর হেঁসেলে হুবহু সেই শ্লোগান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর৷ বামেরা বলছে তৃণমূল তাদের নকল করছে, অন্যদিকে তৃণমূল কাউন্সিলারের দাবি এই শ্লোগান তৃণমূলের।

তবে সব মিলিয়ে নিরন্ন মানুষগুলি পুজোর কটা দিন বিনামূল্যে পেটপুরে মাংস ভাত খেতে পারবে সেটাই তাদের মুখে হাসি ফুটিয়েছে তাদের।

 


সম্পর্কিত খবর