বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (West bengal) আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের মুকুট ছিনিয়ে নেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) বঙ্গ তৃণমূল (All India Trinamool Congress), এমনই এক সমীক্ষা পেশ করল এবিপি আনন্দ-সিএনএক্স (ABP Anand-CNX)। করোনা ভাইরাসের আগমনের কারণে বর্তমানে রাজনীতির আগুন ছাইচাপা থাকলেও, তা মাঝে মাঝেই বেরিয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দলের ভাঙ্গন ঘটতে। তবে করোনা এবং আমফান পরবর্তী বাংলায় এখনই যদি নির্বাচন করা হয়, তাহলে কিন্তু তৃণমূলের দিকেই তাঁর পাল্লা ভারী বলছে সমীক্ষার ফলাফল।
করা হল সমীক্ষা
আসন্ন নির্বাচনের প্রাক্কালে বাংলার মানুষজন কাকে বেশি চাইছে, কোন দলের অধীনে থাকতে চাইছে বাংলার মানুষ, এই সমীক্ষা করেছিল এবিপি আনন্দ-সিএনএক্স। সেই সমীক্ষায় উঠে এল বিভিন্ন তথ্য। কিছুটা হলেও আন্দাজ করা গেল বাংলায় এখন কাদের হাওয়া বইছে, কার দিকে পাল্লা ভারী। তবে বহু মানুষ নিজেদের মতামত দিলেও, ৯.৫৩ শতাংশ মানুষ এখনও সংশয়ে রয়েছেন।
কত আসন পেতে পারে বামেদের দল?
বর্তমানে বাংলায় ঘাফুলের সমান প্রতিদ্বন্ধি হচ্ছে গেরুয়া শিবির। অর্থাৎ, আসন্ন নির্বাচনে তৃণমূল বনাম বিজেপি বেশ একটা টক্কর হতে চলেছে বলে মনে করছেন বাংলার মানুষ। ২০১৬ সালের নির্বাচনের পর থেকে আরও বেশি করে বামেদের অবস্থা খারাপ হয়ে পড়েছে বাংলায়। কয়েকজন মুষ্টিমেয় সদস্যের ভিত্তিতে সমীক্ষা বলছে, এবারে সিপিআইএম পেতে পারে ২২ থেকে ৩০ টি আসন।
আসন বাড়তে পারে পদ্মফুলের
অপরদিকে, ২০১৬ সালে বাংলায় ২৯৪ টি আসনের মধ্যে বিজেপি অর্জন করেছিল মাত্র ৩ টি আসন। তবে সমীক্ষা বলছে ২০২১ -এর বিধানসভা নির্বাচনে ওই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াতে পারে ৯৭- ১০৫ টি। অর্থাৎ ৩২.৭৪ শতাংশ ভোট পকেটে পুরতে পারে বিজেপি। যেভাবে বাংলার মানুষজনের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়া বাহিনী, তাতে করে এমনটা হওয়ার সম্ভাবনা প্রবল। তবে গণনা সবসময় সঠিক হয় না, তাও জানিয়ে রাখছে সংস্থা।
টপে কিন্তু তৃণমূল
আবার সমীক্ষা বলছে এখনই যদি ভোট হত তাহলে, জয়লাভ করত কিন্তু তৃণমূল। প্রায় ৩৮.৫০ শতাংশ ভোট পেয়ে ১৫৫-১৬৩ টি আসনে এগিয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। অনেকটাই বদল ঘটতে পারে বঙ্গ রাজনীতিতে। ক্ষমতা দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যেতে পারে তৃণমূল শিবির। বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শাসনে আবারও থাকতে চায় বাংলার বিরাট সংখ্যক মানুষ।