বাংলাহান্ট ডেস্কঃ ২০২১ শের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল (All India Trinamool Congress) বিজেপি সকলেই চাইছে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অবস্থান ঠিক রাখতে। এই কাজে লেগে পড়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) নিজেও। নবান্ন থেকে এক বৈঠকে তিনি দলীয় নেতাদের নির্দেশ দিয়েছিলেন রাস্তায় বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে, মানুষের সঙ্গে মিশতে।
মমতার ‘জলস্বপ্ন’ প্রকল্প
জলের অপর নাম জীবন, জল না পান করলে মানুষ বাঁচতে পারবে না। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বাংলার মুখ্যমন্ত্রী পদে অবস্থান কররা পর থেকেই বিদ্যুৎ এবং জল পরিষেবা নিয়ে উঠে পড়ে লেগেছিলেন। বিগত ৯ বছরে এই কাজে প্রভূত উন্নতি হলেও, বাংলায় এমনও অনেক পরিবার আছে, যারা পরিশ্রুত পানীয় জল এখনও পায়না। এবার তাঁদের কথা ভাবতে শুরু করলেন মুখ্যমন্ত্রী। শুরু করতে চলেছেন ‘জলস্বপ্ন’ প্রকল্প।
কত সময় লাগবে এই পরিষেবা পেতে?
সোমবার নবান্ন থেকে এই নতুন প্রকল্পের শিলান্যাস করে তিনি জানালেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। প্রায় ২ কোটি মানুষ এতে উপকৃত হবে। যেহেতু পাইপ লাইন বসিয়ে সমস্ত কাজ করতে হবে, তাই সময়টা একটু বেশি লাগবে। এই কাজের জন্য মোট খরচ হবে ৫৮ হাজার কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ বহু ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। সেই সঙ্গে মা-বোনেদের জল কষ্টও ঘুচবে।’
অধীরের বিদ্রূপ
মুখ্যমন্ত্রীর এই কথাকে একেবারে নস্মাত করে দিয়ে বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বললেন, ‘এ হল পুরোন বোতলে নতুন জল। ২০১৬ এবং ২০১৭ সাল থেকে সুব্রত মুখোপাধ্যায় এই প্রকল্পের বিষয়ে বহুবার বলেছেন। কিন্তু তখন রাজ্য সরকার ঢিলেমি দিয়ে কাজ ঝুলিয়ে রেখে এখন নতুন নামে চালাছে’।