BBC-র লাইভ শোয়ে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অভদ্র ভাষায় গালিগালাজ!

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীতে চলা কৃষক আন্দোলন নিয়ে ‘BBC এশিয়ান নেটওয়ার্কে”র একটি ডিবেট শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে অভদ্র ভাষায় গালিগালাজ করা হয়। BBC এশিয়ান নেটওয়ার্কে যখন এই প্রোগ্রাম চলছিল, তখন সেই প্রোগ্রামের হোস্ট সাইমন নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন, আর সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে গালি দেওয়া হয়। ‘BBC এশিয়ান নেটওয়ার্কের অ্যাঙ্কর অভদ্র ভাষায় আপত্তি জাহির করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে এরকম গালি দেওয়ার পর অনুষ্ঠানের আয়োজকরা ওই ব্যক্তির ফোন কেটে দেন। BBC এশিয়ান নেটওয়ার্কের মতো একটি আন্তর্জাতিক চ্যানেলে এভাবে প্রধানমন্ত্রী মোদী এবং ওনার মাকে নিয়ে গালিগালাজ করায় অনেকের মধ্যেই ক্ষোভের সঞ্চার হয়েছে।

বলে দিই, এটা প্রথম না যে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কৃষক আন্দোলন নিয়ে এরকম বিশ্রী ভাষা ব্যবহার করা হয়েছে। এর আগেও এরকম অনেক ভিডিও সামনে এসেছে, যেখানে প্রধানমন্ত্রী এবং দেশের অপমান করা হয়েছে। যদিও কৃষক সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এর সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর