বাংলাহান্ট ডেস্ক: নাগাপিত্তানাম জেলার ২৪ বছরের মোহাম্মদ ফাইসান নামে এক যুবক বৃহস্পতিবার দুপুরে
ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। সেই প্রশ্ন দেখা যায় তিনি গরুর মাংসের স্যুপ খাচ্ছেন। স্যুপের প্রশংসা করে একটি ভিডিও দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার চারজন হিন্দুত্ববাদী ফাইসানের ওপর হামলা চালায়। ঘাড়ে ও পিঠে চোট লাগায় ফাইসানকে নাগাপিত্তানাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিষয়ে ফাইসান বলেন, “আমার পোস্ট করে ছবির নিচে তারা খুবই আপত্তিজনক কমেন্ট পোষ্ট করেন। কিন্তু কিছুক্ষণ পর তারা সেসব কমেন্ট সরিয়ে নেন। পরে আমি যখন প্রোভাচেরি মারিয়াম্মান মন্দিরের সামনে বসে ছিলাম তখন তারা দল বেঁধে আমার উপর হামলা চালায়।
কিলু ভেলুর পুলিশ ওই চারজন হামলাকারীকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে তারা হিন্দুত্ববাদী দলের সদস্য।