খাদের কিনারায় দাঁড়িয়ে ব‍্যাকফ্লিপ! রোমহর্ষক ভিডিও দেখে নেটিজেনরা বললেন ‘বোকামো’

বাংলাহান্ট ডেস্ক: বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ‍্যাত হয়ে যায় বহু মানুষ। আবার মাঝে মাঝে এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে শিউড়ে ওঠে নেটজনতা। সম্প্রতি এমনই একটি ভিডিওর খোঁজ পাওয়া গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায় যা দেখে অনেকেই মন্তব‍্য করেছে ‘বোকামো’ বলে। আবার অনেকে প্রতিভার জন‍্য বাহবা দিয়েছে।

IMG 20200618 155749
ভিডিওটিতে দেখা যাচ্ছে, খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে রয়েছেন এক ব‍্যক্তি। তাঁর পায়ের গোড়ালির কিছুটা অংশও পাথরের বাইরে। এমন অবস্থায় হঠাৎ করেই তিনি লাফিয়ে উঠে ব‍্যাকফ্লিপ দিলেন। কিন্তু নেটিজেনের ভয় আশঙ্কা কাটিয়ে যেখানে প্রথমে দাঁড়িয়েছিলেন তার একটু আগে ল‍্যান্ড করলেন ওই ব‍্যক্তি। কিন্তু তার এই এই কৌশলে যদি এতটুকুও ভুলচুক হতে তাহলে জীবন সংশয় পর্যন্ত হতে পারত ওই ব‍্যক্তির। কারন পেছনেই রয়েছে গভীর খাদ।

ভিডিওটি নিজের টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। ক‍্যাপশনে লিখেছেন, ‘ভাবছি এই কান্ডটাকে বোকামি বলব না প্রশংসা করব’। প্রখ‍্যাত গায়ক আদনান সামি মন্তব‍্য করেছেন, একে বোকামি বলাই শ্রেয়।

আবার একজন মন্তব‍্য করেছেন, পুরো বিষয়টাই সম্ভবত ক‍্যামেরার কারসাজি। দেখানো হয়েছে এমন ভাবে যেন অনেক উচ্চতায় রয়েছে। কিন্তু আহলে তা নয়। পাথরের নীচেও কোনও সুরক্ষা ব‍্যবস্থা রাখা হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর