দিল্লীর আকবর রোডে কংগ্রেসের হেডকোয়ার্টারে মিলল এক ব্যাক্তির ঝুলন্ত দেহ!

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীতে (Delhi) কংগ্রেসের (Congress) হেডকোয়ার্টারে সহায়কদের জন্য বানানো আবাসে এক ৪৫ বছর বয়সী ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সোমবার জানায় যে, মৃতের নাম প্রকাশ সিং। পুলিশ অনুযায়ী, তাঁরা রবিবার ২৪ আকবর রোডের কংগ্রেসের হেড কোয়ার্টারে হওয়া এই ঘটনার কথা জানতে পারে। পুলিশের এক বরিষ্ঠ আধিকারিক জানান, মৃত ব্যাক্তির ভাই জানিয়েছে যে, প্রকাশ শুক্রবার বিকেল থেকেই নিজেকে ঘরে বন্দি করে রেখেছিল। এমনকি সে কোন ফোন কলের জবাবও দিচ্ছিল না।

উনি জানান, পুলিশের টিম যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তাঁরা প্রকাশকে ফাঁসিতে ঝুলতে দেখে। পুলিশ জানায় প্রকাশের দেহ রাম মনোহর লোহিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, প্রকাশের সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ওই সুইসাইড নোট দেখে বোঝা যাচ্ছে যে, সে মানসিক অবসাদে ভুগছিল।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, সে মদের নেশা করত আর স্ত্রী এবং সন্তানদের থেকে আলাদা থাকার কারণে মানসিক অবসাদে ভুগছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর