নূপুর শর্মার ছবি পোস্টের অপরাধে খুনের হুমকি গুজরাটি ব্যবসায়ীকে, গ্রেফতার ৩

বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর ইস্যুতে প্রাক্তন বিজেপি (BJP) মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বক্তব্য ঘিরে পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে। এক মাসের ওপর পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ এবং হিংসার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। প্রকাশ্যে নূপুর শর্মাকে সমর্থন করার অপরাধে অতীতে নৃশংসভাবে খুনের অভিযোগ পর্যন্ত সামনে আসে আর এবার একই ঘটনায় গুজরাটের (Gujrat) এক ব্যবসায়ীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় সরগরম হয়ে পড়েছে গোটা এলাকা। তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, বাকিরা পলাতক।

পয়গম্বর ইস্যুতে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যকে ঘিরে অতীতে চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে। বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ থেকে শুরু করে গাড়ি ভাঙচুরের মতো একাধিক ঘটনা সামনে আসে। পরবর্তীতে সেই পরিস্থিতি সামাল দেওয়া গেলেও বর্তমানে এর প্রভাব পুরোপুরি ভাবে হ্রাস পায়নি। সম্প্রতি নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করার অপরাধে একাধিক প্রান্তে খুনের অভিযোগ সামনে আসে। কোথাও নৃশংসভাবে খুন করা হয় তো আবার কোথাও মুণ্ডচ্ছেদ করে খুনের সাক্ষী থাকে দেশবাসী।

সম্প্রতি গুজরাটের সুরাট এলাকার এক ব্যক্তি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নূপুর শর্মার একটি ছবি পোস্ট করেন। পেশায় বিনোদন পার্কের মালিক ওই ব্যক্তি ছবিটি শেয়ার করার কিছু মুহূর্ত পর সেটি ডিলিটও করে দেন। তবে এরপরেও সাত জন ব্যক্তি মিলে তাঁকে খুনের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন ওই ব্যক্তি এবং পরবর্তীতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি পেয়েই তৎপর হয়ে ওঠে পুলিশ এবং ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে বাকিরা এখনো পর্যন্ত পলাতক রয়েছে। তাদের পাকড়াও করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

nupur bjp

এক্ষেত্রে নূপুর শর্মার ছবি পোস্ট করার কারণে যেভাবে গুজরাটের ব্যবসায়ীকে পরপর খুনের হুমকি দেওয়া হয়ে চলেছে, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে এই ঘটনা প্রথম নয়, অতীতেও পয়গম্বর বিতর্কে বিজেপি মুখপাত্রের বক্তব্যকে সমর্থন করার অপরাধে মহারাষ্ট্রের এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়। আবার অপরদিকে রাজস্থানে কানহাইয়া নামে এক দর্জির মুণ্ডচ্ছেদ করে নৃশংসভাবে খুন করে দুই দুষ্কৃতী, যা ঘিরে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। এছাড়াও গুজরাটে এক ব্যক্তি সম্প্রতি একই ঘটনায় খুনের হুমকি পাওয়ার অভিযোগ সামনে আনেন। ফলে নূপুর শর্মা বিতর্ক যেভাবে ক্রমশ মাথাচাড়া দিয়ে চলেছে, তা কবে শান্ত হয়, সেই অপেক্ষায় সকলে।

Sayan Das

সম্পর্কিত খবর