বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানি (taliban) জঙ্গিরা। মার্কিন সেনারা সে দেশ থেকে সরতেই, যেন বিদ্যুৎ গতিতে আফগানিস্তানের একের পর এক প্রদেশ দখল নেয় তালিবানরা। শেষে কাবুলে পৌঁছালে, প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘনি পদত্যাগ করে সেখান থেকে পালিয়ে গেলে, গোটা আফগানিস্তানের দখল নেয় তালিবানরা।
গোটা দেশে যেন সন্ত্রাস চালাচ্ছে এই বন্দুক বাহিনী। তালিবানদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণ ভয়ে ভিন দেশে পাড়ি দিচ্ছে নাগরিকরা। কিন্তু এই দেশ দখলের মাঝেই তালিবানদের বেশকিছু ভিডিও যেমন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, তেমনই বেশকিছু এমন ছবি ছড়িয়ে স্যোশাল মিডিয়ায়, যা দেখে ট্রোল করেছে নেটিজনরা।
দেখুন সেই সকল ভাইরাল ছবি-
রাস্তায় ট্রাফিক পুলিশের বেশে বন্দুকধারী তালিবান।
ছবিতে দেখা যাচ্ছে বন্দুক হাতে, অফিসে কাজ করছে এক তালিবানি জঙ্গি।
সাধারণ নির্মম মানুষগুলোকে হত্যা করে, যেন বিজয় উৎসবে মেতেছে তালিবানরা। কাবুল দখল করে খাচ্ছে আইসক্রিম।
সংসদে বন্দুক হাতে এমন ভাবে দাঁড়িয়ে যেন, শান্তি বিল পাশ করাল তালিবানরা।
কোন রকম পরীক্ষা ছাড়াই সরকারী বড় আধিকারিকের পদ পেয়ে গেল তালিবানরা।
বদনা হাতে সাইকেল চালিয়ে বন্দুক নিয়েই শৌচকার্য সারতে যাচ্ছে তালিবানি জঙ্গি।
পার্কে বাচ্চাদের মত মজা করতে ব্যস্ত তালিবানরা।
তালিবানি রকস্টার।