বাংলাহান্ট ডেস্ক : চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আপনি একটা চাকরি করেন। কোম্পানির নাম হলো নেটফ্লিক্স। আপনার মাইনে বছরে ৩.৫ কোটি টাকা। সঙ্গে সুস্বাদু খাবার এবং আছে আরও অনেক সুবিধা। নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে তাই তো? ভাবছেন যদি এই রকম চাকরি বাস্তবে পাওয়া যেত! কিন্তু জানেন কি এই বিশ্বে এইরকম মানুষও আছে যে এই রকম চাকরি বাস্তবে পেয়েও ছেড়ে দিয়েছেন। আসুন জেনে নেওয়া যাক সেই ব্যক্তির কথা।
যেকোন করিগরি বিদ্যার ছেলেমেয়েদের কাছে নেটফ্লিক্সে চাকরি একটা স্বপ্নের মতো। কিন্তু আমেরিকার মাইকেল লিন নামে এক ব্যক্তি ৩.৫ কোটি টাকা মাইনের নেটফ্লিক্সের চাকরি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র একঘেয়ে হয়ে যাচ্ছে বলে।
জানা যাচ্ছে এই মাইকেল লিন আগে অ্যামাজনে কর্মরত ছিলেন। ২০১৭ সালে তিনি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন নেটফ্লিক্সে। মাইকেল তাঁর লিঙ্কডিন প্রোফাইলে লেখেন ‘আমি ভেবেছিলাম নেটফ্লিক্সেই কাটিয়ে দেবো আমার বাকি চাকরি জীবন। কিন্তু বড়ই একঘেয়ে হয়ে গেছে সবকিছু। তাই এখান থেকে বেরিয়ে আসতে চাই।’
তাঁর চাকরি ছাড়ার সিদ্ধান্তে প্রাথমিক ভাবে তাঁর পরিবার বাধ সাধে। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। প্রায় দুবছরেরও বেশি সময় ধরে নেটফ্লিক্সে কাটান লিন। ২০২১-এ তাঁর শেষ চাকরির অভিজ্ঞতা লিখতে গিয়ে বলেন তিনি এই চাকরি ছাড়তে চান। জীবনটা অনেকটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। চাকরি ছাড়ার সময় তিনি নিজেও চিন্তায় ছিলেন। তিনি ভয় পেয়েছিলেন, তাঁর এই সিদ্ধান্ত তাঁর ভবিষ্যতে ক্ষতি করতে পারে। কিন্তু আজ তিনি খুশি। নিজের ব্যবসা শুরু করেছেন মাইকেল লিন। ব্যবসার সূত্রে অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে তাঁর। তিনি খুশি তাঁর জীবনে।