প্রচণ্ড গরমে ‘স্বদেশী’ এসির ব্যবস্থা! ঠান্ডা রাখতে গাড়িতে গোবর মাখালেন মালিক

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে প্রায় প্রতিদিনই চলছে তাপপ্রবাহ। দিনের বেলায় তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। তীব্র গরমে নাজেহাল অবস্থা আট থেকে আশির। এই অবস্থায় চাকরিজীবীদের আরও অসুবিধার মধ্যে পড়তে হয়। গণপরিবহনে উঠে অফিস যেতে গিয়ে ঘর্মাক্ত হতে হয়। অনেকে এগুলি এড়াতে বেছে নেন উবের বা ওলার মতো ক্যাব পরিষেবা (Cab Service)। কিন্তু সেখানেও এসি চালানো নিয়ে চালকের সঙ্গে ঝামেলা হয়। কিন্তু বাইরের যা গরম তাতে গাড়ির ভিতরও অতিরিক্ত গরম হয়ে যায়। 

এই অবস্থায় যাত্রী ও চালক উভয়কেই অসুবিধায় পড়তে হয়। এসি ছাড়া যাত্রীরাও গাড়িতে উঠতে চাইছেন না। অন্যদিকে চালকও নাছোড়বান্দা। এই সমস্যার সমাধান করতে এসির বিকল্প হিসেবে নিজের ক্যাবে গোবর লেপে দিলেন এক গাড়ির মালিক। পেট্রোলের আকাশচুম্বী দামের সঙ্গে পেরে না উঠে খরচ কমাতে অনেক গাড়ির চালকই আর এসি চালাচ্ছেন না। তাই এসির বিকল্প হিসেবে এই অভিনব উপায়ের কথা চিন্তা করলেন এক গাড়ির মালিক।

cowdung car

হুগলির হিন্দমোটর নন্দনকাননের এক গাড়ির মালিক এসির বিকল্প হিসেবে গোটা গাড়িতে লেপে দিয়েছেন গোবর (Cowdung)। গাড়ি ঠান্ডা রাখার এমন ‘দেশীয়’ উপায় দেখতে ভিড় জমান এলাকার স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, ওই গাড়ির মালিকের নাম সুভাষ দাস। গরম কমাতে গাড়িতে গোবর লেপে সেটিকে চালাচ্ছেন তিনি। যদিও অনেকেই তাঁর এই বুদ্ধির কটাক্ষ করেছেন। কিন্তু সে সবকে পাত্তা দিতে নারাজ সুভাষ। তাঁর যুক্তি, অনেক বাড়িতেই গ্রীষ্মকালে উঠোন নিকানো হয় গোবর দিয়ে।

এতে বাড়ির আশপাশ অনেকটাই ঠান্ডা থাকে। সেই কারণেই তিনিও পরীক্ষামূলকভাবে গাড়িতে গোবর লেপে এই পদ্ধতি অনুসরণ করতে চাইছেন। তিনি জানিয়েছেন, গোবর লেপার পর হাতেনাতে ফলও পেয়েছেন তিনি। এর ফলে নাকি তাঁর গাড়ি ভিতর থেকে অনেকটাই ঠান্ডা থাকছে। এই ‘প্রাকৃতিক এসি’ বেশ ভালই কাজে দিয়েছে বলে দাবি সুভাষের। তিনি জানিয়েছেন, এই প্রচণ্ড গরমে গাড়িতে এসি না চালালে অনেক যাত্রীই তা এড়িয়ে যাচ্ছেন। 

অনেকেই তাঁর গাড়িতে উঠতে চাইছেন না। এর ফলে আর্থিক ক্ষতি হচ্ছে তাঁর। এদিকে তেলের খরচ অত্যাধিক বেড়ে যাওয়ায় এসির খরচ পোষানো যাচ্ছে না। তাই দু’পক্ষের মধ্যে শান্তি বজায় রাখতে পরীক্ষামূলকভাবে গোবর লেপে গাড়ি ঠান্ডা করার ব্যবস্থা করেছেন তিনি। এতে গাড়ি ঠান্ডা থাকছে। ভাড়াও পাওয়া যাচ্ছে। সুভাষের দেখাদেখি তিন-চার জন গাড়ির মালিকও এই পন্থা অবলম্বন করবেন বলে জানিয়েছেন। তাঁদের মতে, গাড়ির গায়ে গোবর লাগালে খুব একটা ক্ষতি হয় না। তবে লক্ষ্য রাখতে হবে, গোবর যেন কোনওভাবেই ইঞ্জিনে না চলে যায়। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর