বছরে রোজগার কোটি টাকা কিন্তু তাও চুরি করে খান খাবার। কথাটা শুনে অবাক হচ্ছেন তো। কিন্তু হ্যা কথাটা সত্যি। আমাদের দুনিয়ায় এরকম অনেক মানুষ আছেন যারা কিনা টাকা অনেক রোজগার করেন কিন্তু তারা সেই পয়সা খরচ করতে চান না। আসলে সেই খরচ করতে এক কথায় তাদের কস্ট হয়। আবার কিছু মানুষ আছেন তারা স্বভাবেই এরকম তারা সব সময় পয়সা মেরেই খুশি থাকতে চান।
কথায় বলে কেউ হয় স্বভাবে আবার কী হয় অভাবে। কিন্তু কেয়ু যদি বছরে কোটি টাকার ওপ্র ইনকাম করে তারপরেও এত কিপ্টে হয়ে খরচ কমাতে শুরু করে তাহলে তো মুশকিল তাই না। সূত্রের খবর থেকে জানা গেছে এই ব্যাক্তি নাকি নিজের অফিসের ক্যান্টিন থেকে খাবার চুরি করে খান। তিনি নিজেই চুরি করে রোজ স্যান্ডউইচ খায়। নিজে এত টাকা রোজগার করেও একদিন নিজে থেকে টাকা দেন না।
কিন্তু সেই ক্ষেত্রে কেন কেউ কিছু বলেন না সেই নিয়েও উঠেছে অনেক কথা অনেক প্রশ্ন । কিন্তু তিনি নিরব । তার মধ্যে তার স্বভাব বদলানোর লেশ মাত্র নেই। আবার তার রুচি নিয়েও তার একটু ও লজ্জা নেই। সে রোজকার মতন টিফিন টাইমে গিয়ে লুকিয়ে লুকিয়ে খেতে তাকেন। লন্ডনের একটি ব্যাঙ্কিং কোম্পানীতে কর্মরত এই লোকটি বছরের রোজগার কয়েক কোটি কিন্তু তিনি নিজের খাবারের করচ দিতে অসমর্থ ।
পারাস শাহ নামক এই ব্যাক্তি রোজ এই কাজ করে চলেছেন। খাবার চুরি করে তার দুপুরের পেট ভর্তি হয় রোজ। অবশ্য কতায় আছে চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড় ধরা। কিন্তু একদিন হাতে নাতে ধরা পড়তে গিয়ে তাকে এখন আপাতত সাসপেণ্ড রাখা হয়েছে। পাশাপাশি আবার কবে অফিসে জয়েন করতে পারবেন বা আদতেও পারবেন কিনা সেই নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা।